সোমবার, ২৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সমালোচনা করলেই মামলা-গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সমালোচনা করলেই মামলা-গ্রেফতার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের কর্মকান্ড নিয়ে সমালোচনা করলেই বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার করা হয়। যারা গণতন্ত্র চায় তাদের দাবিয়ে রাখার যত ধরনের ব্যবস্থা আছে, সরকার সব নিয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবিধানিক অধিকার ফোরাম আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষের সভাপতিত্বে সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খন্দকার মোশাররফ বলেন, আমাদের ভোটের অধিকার নাই। আমরা বিগত তিনটি সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনগুলোতে দেখেছি, এখানে জনগণ ভোট দিতে পারে না। বর্তমানে যারা সরকারে আছে, তারা আসলে গণতান্ত্রিক সরকার না। আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক নয়। তাদের সমালোচনা তারা সহ্য করতে পারে না। তারা গণতন্ত্রমনা নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সরকারের উদ্দেশে বলেন, একবার ক্ষমতা ছাড়েন, তত্ত্বাবধায়ক সরকার দেন, তারপর জনমত যাচাই করি। আপনারা যদি ১০টার চেয়ে বেশি ১১টা আসনও পান, আমি রাজনীতি ছেড়ে দেব। ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, আপনি প্রার্থীও খুঁজে পাবেন না।

সর্বশেষ খবর