বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

গ্যাটকো মামলায় খালেদার অভিযোগ গঠন পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৬ জুন দিন ঠিক করেছে আদালত। গতকাল কেরানীগঞ্জের কারা ভবনে অস্থায়ী এজলাসে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। গতকাল মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য থাকলেও খালেদা জিয়া অসুস্থ থাকায় সময় আবেদন করেন তার আইনজীবীরা। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে মামলাটি তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী নয়জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।  ২৪ আসামির মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী (যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড কার্যকর), খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা আহমেদ আবুল কাশেমের মৃত্যুর পর মামলায় বর্তমান আসামির সংখ্যা ১৭ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর