মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ে সরকারের দাবি অবাস্তব

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ে সরকারের দাবি অবাস্তব

সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, মূল্যস্ফীতি নিয়ে সরকারের দাবি পুরোপুরি অবাস্তব। সরকার ৬ দশমিক ২২ শতাংশের যে মূল্যস্ফীতির কথা বলছে, এ দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, বিজ্ঞানসম্মতও নয়। মূল্যস্ফীতি এখন ১২ শতাংশ হওয়াও অস্বাভাবিক নয়। গতকাল রাজধানীতে সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ‘বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, জাতীয় বাজেট ও অসুবিধাগ্রস্ত মানুষের প্রত্যাশা’ শীর্ষক এ ব্রিফিংয়ের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সিপিডির আরেক ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অ্যাকশন এইড বাংলাদেশের পরিবেশ, জলবায়ু ও সবুজ অর্থনীতি বিভাগের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক অনুষ্ঠানে অংশ নেন। সূচনা বক্তব্য উপস্থাপন করেন নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুল ফাতেমা ইউসুফ।

সর্বশেষ খবর