বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

কঠিন অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার অতি গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। গতকাল দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। রয়টার্স। খবরে বলা হয়, মন্ত্রণালয়টির দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী রনিল এখন আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সঙ্গে বেইলআউট নিয়ে আলোচনায় নেতৃত্ব দিতে পারবেন। প্রেসিডেন্ট দফতর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ সকালে (বুধবার) প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অর্থ, অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নীতিমন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথ নিয়েছেন।’  

এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রমাসিংহে অর্থনীতির জন্য তার আশু পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী একটি বাজেট পেশ করা হবে আর তাতে সরকারি ব্যয় ‘যতটা সম্ভব’ কাটছাঁট করা হবে। বিক্রমাসিংহে জানিয়েছেন, আইএমএফের কাছ থেকে একটি ‘টেকসই ঋণ প্যাকেজ’ আশা করছেন তিনি।

সর্বশেষ খবর