বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

রাশিয়ার অপরিশোধিত তেল কেনা হচ্ছে না

বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাশিয়া থেকে আপাতত অপরিশোধিত জ্বালানি তেল কেনা হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি রাশিয়া বাংলাদেশের কাছে অপরিশোধিত তেল বিক্রির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে হালকা অপরিশোধিত তেল পরিশোধন করা  হয়। আর রাশিয়া যে অপরিশোধিত তেল রপ্তানি করতে চাইছে তা বেশ ভারি। এ তেল দেশে পরিশোধন করা সম্ভব না। রাশিয়ার ক্রুড আমাদের ক্রুডের সঙ্গে মিলছে না। আমরা অ্যারাবিয়ান মারমার ব্যবহার করি যা অনেকটাই হালকা। তবে রাশিয়া থেকে তেল আমদানি ছাড়াও আমরা অনেক দেশ থেকে তেল আমদানির  প্রস্তাব পাচ্ছি।

অনুষ্ঠানে আরও ছিলেন পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমানসহ বিদ্যুৎ বিভাগ ও পিডিবির কর্মকর্তারা। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্সের চেয়ারম্যান শামীম জাহাঙ্গীর এতে সভাপতিত্ব করেন।

সর্বশেষ খবর