বুধবার, ১ জুন, ২০২২ ০০:০০ টা

ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে সুবিধা চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে সুবিধা চান ব্যবসায়ীরা। গতকাল  বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি বলেন, কভিড পরবর্তী ইউক্রেন যুদ্ধের ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। সার্বিক প্রভাবে রপ্তানির কাঁচামালের দাম বাড়ায় খরচও বেড়েছে। আমাদের ঋণ পরিশোধের বিশেষ সুবিধাটি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত দেওয়া হোক, যাতে কেউ খেলাপি না হয়। তিনি বলেন, আমাদের দেশের ব্যাংকগুলোতে যেন দীর্ঘমেয়াদি ঋণের একটি বিশেষ তহবিল গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আমরা সে অনুরোধ জানিয়েছি। কারণ ব্যবসার জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন খুবই জরুরি। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, এফবিসিসিআইয়ের বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব। তবে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।

সর্বশেষ খবর