রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

বাজেটে প্রত্যাশা-প্রাপ্তির হিসাব নিকাশ

প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টদের মিশ্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। ভালোমন্দ দুই দিক নিয়েই কথা বলেছেন তাঁরা। কম উপার্জনকারীদের করের আওতায় রাখা ও পাচার অর্থ ফেরত নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন অনেকে। পরামর্শ এসেছে কিছু কর প্রস্তাব পুনর্বিবেচনারও। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলছে মওকুফ ঋণের কর অযৌক্তিক। প্রতিবেদন বিশেষ প্রতিনিধির-

পুনর্বিবেচনার দাবি রাখে কিছু কর প্রস্তাব

কম উপার্জনকারীদের কর হাস্যকর

পাচার অর্থ ফেরতে প্রস্তাব বেআইনি

মওকুফ ঋণের ওপর কর অযৌক্তিক

সর্বশেষ খবর