রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে ইয়াছিন নামে এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে। জুরাইন মেডিকেল রোডের একটি টিনশেড বাসায় সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল শিশুটির লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঢামেকে শিশুটির বাবা আলম মিয়া বলেন, ‘আমি দিনমজুর এবং আমার স্ত্রী ইয়াসমিন আক্তার একটি কারখানায় কাজ করেন। আমরা দুজনই বাইরে ছিলাম। ছেলে বাসায় একা ছিল। বাসায় এসে দেখি বিদ্যুতের সুইচের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা ওকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ আলম মিয়াদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার বৈচন্ডী গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে ছোট ইয়াছিন স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত।