বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

কিশোরগঞ্জে দুই গৃহবধূকে গণধর্ষণ একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে পৃথক স্থানে দুই গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এতে মৃত্যু হয়েছে একজনের। কিশোরগঞ্জের করিমগঞ্জ ও নিকলী উপজেলায় ঘটেছে এ ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকায় এক গৃহবধূকে ঘর থেকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে কয়েকজন। সোমবার রাত ১১টার দিকে গৃহবধূকে ডেকে তুলে ধর্ষকরা। এ সময় তার শিশু সন্তানটি ঘুমিয়েছিল। স্বামী থাকেন ঢাকায়। পরিচিত মনে করে দরজা খুলতেই জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা। পাশের একটি পাটখেতে নিয়ে হাত ও মুখ বেঁধে তারা ধর্ষণ করে তাকে। পরে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। ভুক্তভোগীর গোঙ্গানির শব্দ শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। করিমগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইফতেখারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামি করা হয়েছে চরপাড়ার মোড়ল বাড়ির লাল মামুদের ছেলে শফিকুল ইসলাম (৪২), মঙ্গল মিয়ার ছেলে কামাল হোসেন (৩৮) ও অজ্ঞাতনামা আরও দুজনকে। অভিযুক্তরা মাদকাসক্ত ও জুয়ার সঙ্গে জড়িত। আসামিদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে। অপরদিকে জেলার নিকলীতে গণধর্ষণের ফলে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ স্বামীসহ চারজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। নিহতের মামা জানান, সোমবার রাত ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছিল গৃহবধূ। শাহপুর মোড়ে পৌঁছামাত্র তাকে রাস্তা থেকে তুলে একটি পতিত জমিতে নিয়ে ৬/৭ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় তার স্বামীরও হাত রয়েছে বলে অভিযোগ তার। মঙ্গলবার সকালে বাড়ির পাশ থেকে বিবস্ত্র অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখান থেকে রাতে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মৃত্যুর আগে সে কয়েকজনের নাম বলে গেছে বলে জানান তার মামা। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার ভোরে জারইতলা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার স্বামীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

সর্বশেষ খবর