শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি নাগালে রাখুন

নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি নাগালে রাখুন

দেশে এখন পর্যন্ত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। জ্বালানির মূল্যও স্থিতিশীল। যেসব দেশে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানির দাম ওঠানামা করে তাদের মূল্যস্ফীতি অনেক বেশি। আমেরিকা তার উপযুক্ত উদাহরণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য জ্বালানির দাম জনগণের নাগালে রাখতে হবে। শরীরে রক্তপ্রবাহ ঠিক না থাকলে যেমন শরীর অচল হয়ে পড়ে, অর্থনীতির জন্য জ্বালানিও তেমন। গতকাল রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত গণমাধ্যমের সঙ্গে সংলাপে ক্যাব সভাপতি গোলাম রহমান এসব কথা বলেন। ক্যাবের সিনিয়র সহসভাপতি ড. এম শামসুল আলম তাঁর বক্তব্যে বলেন, ‘সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের দায়িত্ব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর। কিন্তু তারা আইন যথাযথভাবে পালন করছেন না। তারা লুণ্ঠনমূলক ব্যয় অনুমোদন দিচ্ছেন। ভোক্তাস্বার্থ সংরক্ষণে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। এমনকি এজন্য সামাজিকভাবেও তেমন কোনো আন্দোলন দেখা যাচ্ছে না। দেশে নবায়নযোগ্য জ্বালানির নামে নিম্নমানের জিনিসের ব্যবসা হচ্ছে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তানজীমউদ্দিন।

সর্বশেষ খবর