রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা

এক ওভারে ৩৫ রানের রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

এক ওভারে ৩৫ রানের রেকর্ড

রোহিত শর্মার অনুপস্থিতিতে বার্মিংহাম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জস্প্রিত বুমরাহ। অধিনায়কত্বের অভিষেকে বিরল রেকর্ড গড়েন বুমরাহ। টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ ৩৫ রান নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখেন ভারতীয় অধিনায়ক।  ইনিংসের ৮৪ নম্বর ওভারে বোলিং করেন ইংল্যান্ডের বর্ষিয়ান পেসার স্টুয়ার্ট ব্রড। ওই ওভারে তিনি রান দেন ৩৫। প্রথম বলে বুমরাহ মারেন চার। পরের বলে ওয়াইড চার, পরের ‘নো’ বলে ছক্কা মারেন। পরের চার বলে তিন চার ও ছক্কা মারেন। ওভারের শেষ বলে সিঙ্গেলস নেন। সব মিলিয়ে ব্রডের ওভারে আসে ৩৫ রান। অবশ্য ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে ব্রডের ওভারে ৬ ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন যুবরাজ সিং। এর আগে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ২৮ রান। এক ওভারের ২৮ রান দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি স্পিনার রবিন পিটারসেন, ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ও অফ স্পিনার জো রুট। ২০০৩ সালে জোহানেসবার্গে পিটারসনের এক ওভারে চারটি ৪ ও দুই ৬-এ ২৮ রান নেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। ২০১৩-১৪ সালে অ্যান্ডারসনের ওভারে অস্ট্রেলিয়ান ব্যাটার জর্জ বেইলি ৩টি ৬ ও ২টি ৪ মারেন এবং এক বলে নেন ২ রান। ২০২০ সালে রুটের ওভারে তিন ৪ ও দুই ৬ এবং একটি বাই চারে ২৮ রান নেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর