মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থী দেব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থী দেব

হার্ভার্ডে রেজা কিবরিয়া

বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে জানিয়ে যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, ‘আমাদের গণঅধিকার পরিষদ এবং মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের মতো সংগঠনগুলো হচ্ছে সত্যিকারের বিরোধী দল। আর দালাল বলতে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মতো দলগুলো। বাছবিচার করে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারকল্পে কোন দলকে অর্থ এবং সাংগঠনিক সহায়তা দেবেন।’ ১৬ জুলাই বাংলাদেশ প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব নর্থ আমেরিকার (বিডিপানা) ব্যানারে বস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বয়েলসটন হলের ফং মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে চ্যালেঞ্জ ও উপায়’ শীর্ষক এক আলোচনায় ড. রেজা কিবরিয়া এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে নিজ দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে। তাই গণফোরাম ছেড়ে দিলেও আমার বাবা শাহ এ এম এস কিবরিয়ার মতো আমিও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। বাংলাদেশে যারা গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করপ্রণ আমি তাদের সঙ্গে কাজ করে যাব। আগামী নির্বাচনে ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ থেকে প্রার্থী দেওয়া হবে।’ তিনি এও বলেন, ‘তবে শেখ হাসিনার অধীনে বা আমলে কোনো নির্বাচনে যাব না।’

বিডিপানার প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম কাজী, সদস্য মাহমুদ রহমান, সাজ্জাদ হোসেনসহ বেশ কিছু প্রবাসী এ আলোচনায় অংশগ্রহণ করেন। আজাদ খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বিডিপানার সাধারণ সম্পাদক তানভির নেওয়াজ।

সর্বশেষ খবর