শুক্রবার, ২২ জুলাই, ২০২২ ০০:০০ টা

ব্রিটেনে কে হচ্ছেন প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

ব্রিটেনে কে হচ্ছেন প্রধানমন্ত্রী

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। একই সঙ্গে ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এ দুজনই রয়েছেন। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান।

প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২০ জুলাইয়ের ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়েন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পান ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট। এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। এখন শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন। প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোট দেবেন। ধারণা করা হয়, কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৬০ হাজার সাধারণ সদস্য রয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর এ ভোটের ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, গতকাল পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন এ দলটির নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। ততদিন জনসন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন। ভোটের ফল নিয়ে এদিকে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছে, কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা ঋষি সুনাককে খুব বেশি একটা পছন্দ করেন না। তাদের কাছে প্রিয় ব্যক্তি লিস ট্রাস। এদিকে চূড়ান্ত পর্বে ওঠার পর ট্রাস সাংবাদিকদের বলেছেন, তিনি পুরোপুরি ‘ইতিবাচক প্রচারণায়’ মনোনিবেশ করেছিলেন। তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের ধন্যবাদও দিয়েছেন ট্রাস। অন্যদিকে, সুনাকও তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘দেশব্যাপী আমাদের বার্তা পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর