সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর সূচিতে নানা ইস্যু

কূটনৈতিক প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিশেল জে সিসন অনেকটা নীরবেই ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। গতকাল সফরের দ্বিতীয় দিনে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন। আজ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর বাইরে শীর্ষস্থানীয়দের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে। সফর শেষে তিনি আজ ঢাকা ত্যাগ করবেন।

কূটনৈতিক সূত্রের খবর, সিসন তার সফরে মূলত আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) মহাসচিব পদে আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থী ডরিন বগডান-মার্টিনের পক্ষে বাংলাদেশের সমর্থন চাইতে পারেন। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ‘টেনিপোটেনশিয়ারি সম্মেলনে’ ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। ডরিন বগডান-মার্টিন নির্বাচিত হলে তিনিই হবেন আইটিইউয়ের ১৫৬ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব। ওই নির্বাচনে মহাসচিব পদে রশিদ ইসমাইলভকে মনোনয়ন দিয়েছে রাশিয়া। অবশ্য এর বাইরেও তার ঢাকা সফরে আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা বিশেষ গুরুত্ব পেতে পারে। এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের অ্যাসিসট্যান্ট সেক্রেটারি সিসনের সফরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা-ওয়াশিংটনের বিভিন্ন বৈঠকের আলোকে ওই আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, মিশেল জে সিসন তাঁর সফরে  মার্কিন যুক্তরাষ্ট্রের বহুপাক্ষিক অগ্রাধিকারের বিষয়ে আলোচনা করবেন। এর মধ্যে রয়েছে খাদ্য নিরাপত্তা, বিশ্ব স্বাস্থ্য, মানবাধিকার ও মানবিক চাহিদা, শান্তিরক্ষা, শান্তি আনয়ন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা।

সর্বশেষ খবর