শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

কাউন্সিল ডাকার এখতিয়ার নেই রওশনের : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

কাউন্সিল ডাকার এখতিয়ার নেই রওশনের : চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, বেগম রওশন এরশাদ কাউন্সিল ডাকতে পারেন না। চেয়ারম্যান ছাড়া বৈধ কমিটি ভেঙে দেওয়ার ক্ষমতা কারও নেই। গঠনতন্ত্র অনুযায়ী শুধু চেয়ারম্যানই আহ্বায়ক কমিটি গঠন এবং জাতীয় কাউন্সিল আহ্বান করতে পারেন। বেগম রওশন এরশাদ যে আহ্বায়ক কমিটির ঘোষণা দিয়েছেন, তা অবৈধ, অনৈতিক ও গঠনতন্ত্র পরিপন্থী। বাংলাদেশ প্রতিদিনকে গতকাল এ কথা বলেন পার্টির মহাসচিব। এর আগে গত বুধবার জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ২৬ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল ডাকেন। এ জন্য তিনি কমিটিও গঠন করেন। মুজিবুল  হক চুন্নু বলেন, গঠনতন্ত্রের ধারা ১২, উপধারা ১/২ অনুযায়ী কাউন্সিলের তারিখ, স্থান ও সময় প্রেসিডিয়ামে নির্ধারিত হবে। এ ছাড়া, কাউন্সিলের জন্য গঠিত কমিটিতে স্থান পাওয়া কো-চেয়ারম্যানরা জানিয়েছেন- এ বিষয়ে তারা অবগত নন। বেগম রওশন এরশাদকে দলে মূল্যায়ন প্রসঙ্গে চুন্নু বলেন, আমরা তাঁকে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বানালাম। তিনি পার্টির চেয়ারম্যান হতে চাননি। বিরোধীদলীয় নেতার সঙ্গে সম্মেলন নিয়ে কথা হয়েছে। চুন্নু বলেন, মনে হয়, দুই-চারজন লোক বেগম রওশন এরশাদকে ভুল বুঝিয়ে এসব করাচ্ছেন। দল থেকে বহিষ্কৃত কেউ কেউ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন। তিনি বলেন, আমরা সভা-সমাবেশে বক্তব্যের মাধ্যমে দলের অবস্থান দেশবাসীর কাছে স্পষ্ট করছি। এই অবস্থায় যারা বিরোধীদলীয় নেতাকে দিয়ে এসব করাচ্ছেন তারা বিএনপির এজেন্ট। এর মাধ্যমে বেগম রওশন এরশাদের সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। চুন্নু বলেন, কাউন্সিলে সদস্যসচিব করা হয়েছে গোলাম মসীহকে। তিনি দলের কেউ নন। জানা মতে, কাজী জাফরের দল তিনি এখনো ছাড়েননি। জাতীয় পার্টির মহাসচিব বলেন, পার্টি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ ও সংগঠিত। গণমানুষের প্রত্যাশা পূরণে এগিয়ে যাবে জাতীয় পার্টি। কোনো ষড়যন্ত্রই ঐক্যে ফাটল ধরাতে পারবে না। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিকেরা ষড়যন্ত্রে বিভ্রান্ত হবেন না। মাথা নত করবেন না। সব ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা পল্লীবন্ধুর স্বপ্নের দেশ গড়ে তুলব।

 

সর্বশেষ খবর