এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে জিতে সেই হারের মোক্ষম প্রতিশোধই নিলেন বাবর আজমরা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ভারতের ১৮১ রানের জবাবে ১ বল হাতে রেখে ১৮২ রান করেন বাবর আজমরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দারুণ ঝড় তোলেন রোহিত ও রাহুল। মাত্র ১৬ বলে ২৮ রান করেন রোহিত শর্মা (৩টি চার ও ২টি ছক্কা)। কেএল রাহুল করেন ২০ বলে ২৮ রান (১টি চার ও ২টি ছক্কা)। মাত্র ৫ ওভারেই ৫৪ রানের জুটি গড়েন। রোহিত-রাহুলের এটি ১৪ নম্বর ৫০-ঊর্ধ্ব জুটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০-ঊর্ধ্ব জুটি তাদেরই সবচেয়ে বেশি। রোহিত-রাহুলের ঝড়ো গতির ব্যাটিং শেষ হলেও বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৬০ রান করেন (৪টি চার ও ১টি ছক্কা)। রিশাব পন্ত (১২ বলে ১৪ রান), হার্দিক পান্ডিয়া (০) ও দীপক হুদা (১৪ বলে ১৬ রান) দ্রুত সাজঘরে ফিরলেও ভারত ১৮১ রান সংগ্রহ করে। শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, হারিস রউফ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট, মুহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট এবং নাসিম শাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। তবে মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নেন। মাত্র ৫১ বলে ৭১ রান করেন তিনি। ৬টি চার ছাড়াও ২টি ছক্কা হাঁকিয়েছেন রিজওয়ান। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মোহাম্মদ নওয়াজ। ফখর জামান ১৫ রানে আউট হন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষদিকে আসিফ আলি ৮ বলে ১৬ এবং খুশদিল ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবি বিশনই, হার্দিক পান্ডিয়া ও যুযুবেন্দ্র চাহাল। ভারতকে হারিয়ে সুপার ফোরে সুবিধাজনক স্থানেই থাকল পাকিস্তান।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
আবার সেই রুদ্ধশ্বাস লড়াই
ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর