এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে জিতে সেই হারের মোক্ষম প্রতিশোধই নিলেন বাবর আজমরা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ভারতের ১৮১ রানের জবাবে ১ বল হাতে রেখে ১৮২ রান করেন বাবর আজমরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দারুণ ঝড় তোলেন রোহিত ও রাহুল। মাত্র ১৬ বলে ২৮ রান করেন রোহিত শর্মা (৩টি চার ও ২টি ছক্কা)। কেএল রাহুল করেন ২০ বলে ২৮ রান (১টি চার ও ২টি ছক্কা)। মাত্র ৫ ওভারেই ৫৪ রানের জুটি গড়েন। রোহিত-রাহুলের এটি ১৪ নম্বর ৫০-ঊর্ধ্ব জুটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০-ঊর্ধ্ব জুটি তাদেরই সবচেয়ে বেশি। রোহিত-রাহুলের ঝড়ো গতির ব্যাটিং শেষ হলেও বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৬০ রান করেন (৪টি চার ও ১টি ছক্কা)। রিশাব পন্ত (১২ বলে ১৪ রান), হার্দিক পান্ডিয়া (০) ও দীপক হুদা (১৪ বলে ১৬ রান) দ্রুত সাজঘরে ফিরলেও ভারত ১৮১ রান সংগ্রহ করে। শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, হারিস রউফ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট, মুহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট এবং নাসিম শাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। তবে মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নেন। মাত্র ৫১ বলে ৭১ রান করেন তিনি। ৬টি চার ছাড়াও ২টি ছক্কা হাঁকিয়েছেন রিজওয়ান। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মোহাম্মদ নওয়াজ। ফখর জামান ১৫ রানে আউট হন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষদিকে আসিফ আলি ৮ বলে ১৬ এবং খুশদিল ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবি বিশনই, হার্দিক পান্ডিয়া ও যুযুবেন্দ্র চাহাল। ভারতকে হারিয়ে সুপার ফোরে সুবিধাজনক স্থানেই থাকল পাকিস্তান।
শিরোনাম
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা