এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে জিতে সেই হারের মোক্ষম প্রতিশোধই নিলেন বাবর আজমরা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ভারতের ১৮১ রানের জবাবে ১ বল হাতে রেখে ১৮২ রান করেন বাবর আজমরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দারুণ ঝড় তোলেন রোহিত ও রাহুল। মাত্র ১৬ বলে ২৮ রান করেন রোহিত শর্মা (৩টি চার ও ২টি ছক্কা)। কেএল রাহুল করেন ২০ বলে ২৮ রান (১টি চার ও ২টি ছক্কা)। মাত্র ৫ ওভারেই ৫৪ রানের জুটি গড়েন। রোহিত-রাহুলের এটি ১৪ নম্বর ৫০-ঊর্ধ্ব জুটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০-ঊর্ধ্ব জুটি তাদেরই সবচেয়ে বেশি। রোহিত-রাহুলের ঝড়ো গতির ব্যাটিং শেষ হলেও বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৬০ রান করেন (৪টি চার ও ১টি ছক্কা)। রিশাব পন্ত (১২ বলে ১৪ রান), হার্দিক পান্ডিয়া (০) ও দীপক হুদা (১৪ বলে ১৬ রান) দ্রুত সাজঘরে ফিরলেও ভারত ১৮১ রান সংগ্রহ করে। শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, হারিস রউফ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট, মুহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট এবং নাসিম শাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। তবে মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নেন। মাত্র ৫১ বলে ৭১ রান করেন তিনি। ৬টি চার ছাড়াও ২টি ছক্কা হাঁকিয়েছেন রিজওয়ান। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মোহাম্মদ নওয়াজ। ফখর জামান ১৫ রানে আউট হন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষদিকে আসিফ আলি ৮ বলে ১৬ এবং খুশদিল ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবি বিশনই, হার্দিক পান্ডিয়া ও যুযুবেন্দ্র চাহাল। ভারতকে হারিয়ে সুপার ফোরে সুবিধাজনক স্থানেই থাকল পাকিস্তান।
শিরোনাম
- শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ
- ডায়াবেটিস-হৃদ্রোগীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হতে পারে মার্কিন ভিসা
- ক্লিনিক্যাল বর্জ্যে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রংপুর নগরবাসী
- বৈষম্যবিরোধী আইন প্রবর্তনে দলগুলোকে অঙ্গীকারের আহ্বান দেবপ্রিয়র
- চার লাখ যথেষ্ট নয়, শামির কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ দাবি হাসিনের
- অস্ট্রেলিয়ার কাছে বড় হারে সেমির স্বপ্নভঙ্গ বাংলাদেশের
- শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা
- গোপালগঞ্জে প্রণোদনার বীজ-সার পেল ২৮২০ কৃষক
- লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল
- ঢাকার আকাশ সন্ধ্যা পর্যন্ত মেঘলা থাকতে পারে
- বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন মাদকবিরোধী অভিযানের সমালোচনায় ম্যাঁখাে
- বগুড়ায় জমজমাট নির্বাচনি প্রচারণা
- ইরানে প্রাচীন বিজয়ের স্মৃতিস্তম্ভ উন্মোচন, শত্রুর প্রতি সতর্কবার্তা
- মাত্র দুই দিনেই ম্লান হলো ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা!
- সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১
- চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা
আবার সেই রুদ্ধশ্বাস লড়াই
ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর