এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে জিতে সেই হারের মোক্ষম প্রতিশোধই নিলেন বাবর আজমরা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ভারতের ১৮১ রানের জবাবে ১ বল হাতে রেখে ১৮২ রান করেন বাবর আজমরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দারুণ ঝড় তোলেন রোহিত ও রাহুল। মাত্র ১৬ বলে ২৮ রান করেন রোহিত শর্মা (৩টি চার ও ২টি ছক্কা)। কেএল রাহুল করেন ২০ বলে ২৮ রান (১টি চার ও ২টি ছক্কা)। মাত্র ৫ ওভারেই ৫৪ রানের জুটি গড়েন। রোহিত-রাহুলের এটি ১৪ নম্বর ৫০-ঊর্ধ্ব জুটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০-ঊর্ধ্ব জুটি তাদেরই সবচেয়ে বেশি। রোহিত-রাহুলের ঝড়ো গতির ব্যাটিং শেষ হলেও বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৬০ রান করেন (৪টি চার ও ১টি ছক্কা)। রিশাব পন্ত (১২ বলে ১৪ রান), হার্দিক পান্ডিয়া (০) ও দীপক হুদা (১৪ বলে ১৬ রান) দ্রুত সাজঘরে ফিরলেও ভারত ১৮১ রান সংগ্রহ করে। শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, হারিস রউফ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট, মুহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট এবং নাসিম শাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। তবে মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নেন। মাত্র ৫১ বলে ৭১ রান করেন তিনি। ৬টি চার ছাড়াও ২টি ছক্কা হাঁকিয়েছেন রিজওয়ান। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মোহাম্মদ নওয়াজ। ফখর জামান ১৫ রানে আউট হন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষদিকে আসিফ আলি ৮ বলে ১৬ এবং খুশদিল ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবি বিশনই, হার্দিক পান্ডিয়া ও যুযুবেন্দ্র চাহাল। ভারতকে হারিয়ে সুপার ফোরে সুবিধাজনক স্থানেই থাকল পাকিস্তান।
শিরোনাম
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
আবার সেই রুদ্ধশ্বাস লড়াই
ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর