এশিয়া কাপে গ্রুপ পর্বে ভারতের কাছে ৫ উইকেটে পরাজিত হয়েছিল পাকিস্তান। সুপার ফোরের লড়াইয়ে জিতে সেই হারের মোক্ষম প্রতিশোধই নিলেন বাবর আজমরা। গতকাল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতকে ৫ উইকেটে পরাজিত করে পাকিস্তান। ভারতের ১৮১ রানের জবাবে ১ বল হাতে রেখে ১৮২ রান করেন বাবর আজমরা। টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিংয়ে নেমে দারুণ ঝড় তোলেন রোহিত ও রাহুল। মাত্র ১৬ বলে ২৮ রান করেন রোহিত শর্মা (৩টি চার ও ২টি ছক্কা)। কেএল রাহুল করেন ২০ বলে ২৮ রান (১টি চার ও ২টি ছক্কা)। মাত্র ৫ ওভারেই ৫৪ রানের জুটি গড়েন। রোহিত-রাহুলের এটি ১৪ নম্বর ৫০-ঊর্ধ্ব জুটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০-ঊর্ধ্ব জুটি তাদেরই সবচেয়ে বেশি। রোহিত-রাহুলের ঝড়ো গতির ব্যাটিং শেষ হলেও বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করে ভারতকে বড় স্কোরের পথে নিয়ে যান। তিনি ৪৪ বলে ৬০ রান করেন (৪টি চার ও ১টি ছক্কা)। রিশাব পন্ত (১২ বলে ১৪ রান), হার্দিক পান্ডিয়া (০) ও দীপক হুদা (১৪ বলে ১৬ রান) দ্রুত সাজঘরে ফিরলেও ভারত ১৮১ রান সংগ্রহ করে। শাদাব খান ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এছাড়াও মোহাম্মদ নওয়াজ ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট, হারিস রউফ ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট, মুহাম্মদ হাসনাইন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ১ উইকেট এবং নাসিম শাহ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানেই সাজঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম (১৪)। তবে মোহাম্মদ রিজওয়ান দলকে এগিয়ে নেন। মাত্র ৫১ বলে ৭১ রান করেন তিনি। ৬টি চার ছাড়াও ২টি ছক্কা হাঁকিয়েছেন রিজওয়ান। ম্যাচসেরার পুরস্কার জয় করেন মোহাম্মদ নওয়াজ। ফখর জামান ১৫ রানে আউট হন। তবে মোহাম্মদ নওয়াজ ২০ বলে ৪২ রান করে দলকে জয়ের পথে এগিয়ে দেন। শেষদিকে আসিফ আলি ৮ বলে ১৬ এবং খুশদিল ১১ বলে ১৪ রান করে দলের জয় নিশ্চিত করেন। ভারতের পক্ষে একটি করে উইকেট শিকার করেন ভুবনেশ্বর কুমার, আর্শদ্বীপ সিং, রবি বিশনই, হার্দিক পান্ডিয়া ও যুযুবেন্দ্র চাহাল। ভারতকে হারিয়ে সুপার ফোরে সুবিধাজনক স্থানেই থাকল পাকিস্তান।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
আবার সেই রুদ্ধশ্বাস লড়াই
ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর