বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

আইন বিধি মেনেই দায়িত্ব পালন করতে হবে

আবু আলম মো. শহিদ খান

আইন বিধি মেনেই দায়িত্ব পালন করতে হবে

মাঠপ্রশাসনের কর্মকর্তাদের অপেশাদার বা অকর্মকর্তাসুলভ আচরণ মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রশাসন বিশেষজ্ঞ সাবেক সচিব আবু আলম মো. শহিদ খান। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমাদের সংবিধানের ২১(২) অনুচ্ছেদ এবং অন্যান্য আইন-বিধি অনুসরণ করেই সব গণকর্মচারীকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের কর্মর্কতাদের মধ্যে সবাই অসহিষ্ণু নন। কেউ কেউ অসহিষ্ণু হয়ে উঠছেন, যা মাঠ প্রশাসনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। বলা যায় আগের তুলনায় অসহিষ্ণুতা বেড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা দেওয়ার সময় এসেছে। এ ধরনের প্রতিটি ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত করে আইন-বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থাও নিতে হবে। কোনো গণকর্মচারী যেন মনে না করেন জনগণের সঙ্গে দুর্ব্যবহার করে পার পাওয়া যাবে। তাদের কিছুই হবে না। অপরাধমূলক কাজে জড়িয়ে গেলে সুনির্দিষ্ট আইনের প্রয়োগ করতে হবে। এসব ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় কোনো ছাড় দেওয়া যাবে না।’

সর্বশেষ খবর