মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার অপেশাদার ও অকর্মকর্তাসুলভ আচরণকে প্রভুসুলভ বলে অভিহিত করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে এ প্রসঙ্গে বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক। তাদের প্রধান কাজ হলো দেশের নাগরিকদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করা। প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারী রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে সেটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হলো, দেশের শাসনব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে তাতে ইউএনও, ডিসিসহ প্রজাতন্ত্রের কর্মচারীরা নিজেদের প্রভু এবং জনগণকে প্রজা মনে করেন। তাই তাদের স্যার না বললে তারা মন খারাপ করে খারাপ আচরণও করেন। তারা যে প্রজাতন্ত্রের কর্মচারী সেটাই তারা ভুলে গেছেন। জনগণের টাকায় তাদের বেতন-ভাতা হয় সেটাও তারা এখন আর মনে করেন না। প্রজাতন্ত্রের কর্মচারীদের সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। এটার অবসান হওয়া দরকার। তারা যেন জনগণের সেবকের ভূমিকা পালন করেন সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। একই সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারীরা কারও সঙ্গে অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’