বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গুটিকয় কর্মকর্তার আচরণে সুনাম ক্ষুণ্ন

শেখ ইউসুফ হারুন

গুটিকয় কর্মকর্তার আচরণে সুনাম ক্ষুণ্ন

সম্প্রতি মাঠ প্রশাসনের কিছু কর্মকর্তার অপেশাদারসুলভ আচরণকে অনাকাক্সিক্ষত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘কোনো কর্মকর্তা আচরণবিধি ভঙ্গ করলে বা কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা যাবে। সরকারি কর্মচারী আচরণবিধিমালায় বলা আছে, তাকে কর্মকর্তাসুলভ ভদ্র আচরণ করতে হবে। প্রশাসনে অনেক কর্মকর্তা, সবার কাছ থেকে একই ধরনের আচরণ আশাও করা যাবে না। তবে আচরণবিধি যাতে সবাই মেনে চলেন এ জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ আরও বাড়াতে হবে। প্রশাসনের সব কর্মকর্তা একরকম নন। বেশির ভাগই ভালো। চাকরিতে যোগদানের পর বিভিন্ন সময় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে আচরণবিধিও রয়েছে। তারপরও কেউ কেউ অপেশাদারসুলভ আচরণ করে থাকেন যা একেবারেই অনাকাক্সিক্ষত। গুটিকয়েক কর্মকর্তার খারাপ আচরণের কারণে গোটা প্রশাসনের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সম্প্রতি বগুড়া, বান্দরবানের আলীকদমসহ বিভিন্ন স্থানে যা ঘটেছে তা একেবারেই ঠিক হয়নি। তদন্ত করে দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’

 

সর্বশেষ খবর