শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নির্বাচন কমিশনের কাজে চমক থাকবে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের কাজে চমক থাকবে

আহসান হাবিব খান

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, নির্বাচন কমিশনে যে অভিযোগগুলো আসে, সেগুলো কীভাবে মোকাবিলা করা হয় তা দেখতে অপেক্ষা করতে হবে। তিনি বলেন, তাঁদের কাজে চমক থাকবে। গতকাল নির্বাচন ভবনে নিজের দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আহসান হাবিব খান বলেন, সব নির্বাচনই ইসির কাছে সমান গুরুত্বপূর্ণ। নিবন্ধিত ৩৯টি দলের জন্যই ইসি কাজ করছে, যে কাজ সবার জন্য মঙ্গল বয়ে আনবে। ইসির কাজে কোনো ভুল থাকলে সাংবাদিকদের তা বলারও আহ্বান জানান তিনি।

এক প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, সংবিধান সমুন্নত রাখতে হবে। সংবিধানে যা আছে কমিশন সেটাই করবে। ইসি মনেপ্রাণে চায় সব দল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুক। ইসি যদি তাদের ডাকতেই থাকে আর তারা না আসে তাহলে ইসি কী করতে পারে? এই নির্বাচন কমিশনার বলেন, এখন পর্যন্ত ৭৯৩টি নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। এখানে অঘটন, ধাওয়া-পাল্টা ধাওয়া কয়টা হয়েছে?

সর্বশেষ খবর