শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জাতীয় পার্টি কারও দালালির রাজনীতি করে না : চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী এখনো কেউ দল ছেড়ে যায়নি। কারণ জাতীয় পার্টি এখন কারও দালালির রাজনীতি করে না। জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে।

গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। চুন্নু বলেন, ‘জাপার কোনো কাউন্সিল নেই; কেউ ডাকলেও এর সঙ্গে দলের সম্পর্ক নেই। কে বা কারা কাউন্সিল ডাকে তা-ও জানি না। জাতীয় পার্টির নামে আরও বহু দল আছে। তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের বর্তমান চেয়ারম্যান বা কো-চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লোকও কোথাও জানায়নি।’ জাতীয় পার্টি নিজস্ব রাজনীতি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে দাবি করে দলটির মহাসচিব বলেন, জাতীয় পার্টি এখন কারও দালালির রাজনীতি করে না। রওশন এরশাদ জাতীয় পার্টির কাউন্সিল দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি জাতীয় পার্টির মহাসচিব, আমার জানা মতে কোনো কাউন্সিল নেই। কে কোন কাউন্সিল করল তা নিয়ে আমার কোনো বক্তব্যও নেই, সম্পর্কও নেই।’ দলে দু-এক জন বিশৃঙ্খলা করেছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সেজন্য আমরা তাদের অব্যাহতি দিয়েছি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগও তাদের দলের একজন সংসদ সদস্যকে অব্যাহতি দিয়েছে। তারাও কিন্তু দলে বিশৃঙ্খলার জন্য তাকে অব্যাহতি দিয়েছে। সাংগঠনিক নিয়ম মেনেই আমরা তাদের অব্যাহতি দিয়েছি।’

সর্বশেষ খবর