বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

উখিয়া শরণার্থী ক্যাম্পে আরেক রোহিঙ্গাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীরা মোহাম্মদ জসিম নামে আরও এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে। গতকাল ভোরে পালংখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ১৬ ব্লকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ৮ এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানিয়েছেন, ভোরে ১৫-১৬ জনের দুষ্কৃতকারী ১০ নম্বর ক্যাম্পের এফ ১৬ ব্লকে জসিমের বসতঘরে ঢুকে তাকে ঘরের বাইরে নিয়ে এসে বুকে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জসিম ওই ব্লকের আবদুল গফুরের ছেলে। কারা, কেন তাকে হত্যা করল, সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা। তবে দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি। এ নিয়ে চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে দুই মাঝিসহ চারজন খুনের ঘটনা ঘটল। এদিকে ভোরের ঘটনার আগে রাতের বেলা উখিয়া কুতুপালং ২ ইস্ট ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে সি ব্লকের হেডমাঝি মোহাম্মদ সালাম আহত হন।

সর্বশেষ খবর