শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশসহ সর্বত্র মানবাধিকার রক্ষার নীতি যুক্তরাষ্ট্রের

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশসহ সর্বত্র মানবাধিকার রক্ষার নীতি যুক্তরাষ্ট্রের

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বাংলাদেশসহ সর্বত্র মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা যুক্তরাষ্ট্রের    নীতি। আমরা এর আগেও বাংলাদেশে রাজনৈতিক চর্চার জায়গা সংকীর্ণ হয়ে যাওয়া, নাগরিক অধিকারের পথ রুদ্ধ হয়ে যাওয়া নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। আগেও যে কথা বলেছি তা হলো- গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, তথ্যের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এগুলো সবই সর্বজনীন অধিকার। বাংলাদেশসহ সারা বিশ্বের জন্যই এটা প্রযোজ্য। গতকাল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও বিদেশে বাংলাদেশিদের বাকস্বাধীনতার চর্চায় সরকারের তালিকা নিয়ে করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। নেড প্রাইস বলেন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার মতো বিষয়গুলো যে কোনো জায়গায় যে কোনো মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কোনো স্থানে, সর্বত্র এই অধিকারগুলোকে সমুন্নত রাখা এবং রক্ষা করা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি। আমরা এগুলো প্রকাশ্য বিবৃতির মাধ্যমে জানিয়ে থাকি, কিন্তু যখন আমাদের উদ্বেগ থাকে তখন আমরা এগুলো ব্যক্তিগতভাবেও প্রকাশ করি। তিনি বলেন, গণতন্ত্রে গতিশীল আলাপ-আলোচনা, নাগরিকের অংশগ্রহণ, নাগরিক অধিকার, যুক্তি-তর্কের স্থান অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা  হোক বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো জায়গায়। আমরা যখন দেখব এসব পথ রুদ্ধ হচ্ছে, অধিকার খর্ব হচ্ছে তখন আমাদের যথাযথ উদ্বেগ সামনে নিয়ে আসতে পিছপা হব না।

সর্বশেষ খবর