শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
বিচারপতি মানিকের গাড়িতে হামলা

ছাত্রদলের চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সমাবেশ চলাকালে পল্টন থানার উল্টো পাশে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার অভিযোগে ছাত্রদলের চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, মো. রবিন খান ও কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. সাগর। পল্টন থানায় দায়ের করা মামলায় ওই চারজনকে আদালতে পাঠানো হলে পাঁচ দিন  করে রিমান্ড মঞ্জুর করা হয়। গতকাল ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। জানা যায়, গতকাল আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. মনজুরুল হাসান খান। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে বুধবার রাতে সাবেক বিচারপতি মানিকের গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির অজ্ঞাতনামা ৪০-৫০ জন নেতা-কর্মীকে আসামি করে মামলাটি করেন বলে জানান পল্টন থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বলেন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ হামলার পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ খবর