সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

পরমাণু বোমা নিয়ে কিমের হুমকি

প্রতিদিন ডেস্ক

পরমাণু বোমা নিয়ে কিমের হুমকি

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ‘বিশ্বে এক নম্বর পারমাণবিক শক্তিধর দেশ’ হওয়ার আকাক্সক্ষা ব্যক্ত করে বলেছেন, আমরা উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির সম্ভার বানাতে চাই। তিনি গতকাল গণমাধ্যমগুলোকে এ কথা বলেন। আল জাজিরা। এ সময় কিম উল্লেখ করেন, পরমাণু শক্তি দেশের মর্যাদা এবং সার্বভৌমত্বের পরিচায়ক। তিনি তার দেশে তৈরি হোয়াসং-১৭ কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উল্লেখ করে জানান, এবার বিশ্বের সব থেকে শক্তিশালী সেনাবাহিনীও তৈরি করা হচ্ছে। কিম আরও বলেন, ‘উত্তর কোরিয়ার বিজ্ঞানীরা এরই মধ্যে উন্নত প্রযুক্তি প্রয়োগ করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে অনেকের চেয়ে বহুদূর এগিয়ে রয়েছেন।

এখন উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক শক্তির সম্ভার হিসেবে হাজির হবে, যা হবে এই শতাব্দীতে নজিরবিহীন।’ ঘোষিত লক্ষ্য অর্জনে সবচেয়ে বড় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক উৎক্ষেপণের সঙ্গে যুক্ত কয়েক ডজন সামরিক কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ারও ঘোষণা দেন কিম। এদিন উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ত থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দেশটির কর্মকর্তারা। কিমের সঙ্গে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দেন নতুন আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সঙ্গে জড়িত বিজ্ঞানী, প্রকৌশলী ও সংশ্লিষ্টরা। খবরে আরও বলা হয়, প্রেসিডেন্ট কিম জন উন তার ঘোষণা অনুযায়ী এরই মধ্যে সেনাবাহিনীর পুনর্বিন্যাস ঘটিয়ে চলেছেন। এ ছাড়া সম্প্রতি জাপানের উপকূলে পরমাণু অস্ত্রবাহী হোয়াসং সিরিজের  ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্বের নজরও কেড়েছে উত্তর কোরিয়া। প্রসঙ্গত, গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে ক্রুজ এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে উত্তর কোরিয়া। দেশটির ব্যাখ্যা, পারমাণবিক অস্ত্রের ক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

সর্বশেষ খবর