মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

অব্যাহত থাকবে ভারত-বাংলাদেশ সহযোগিতা

হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

অব্যাহত থাকবে ভারত-বাংলাদেশ সহযোগিতা

দ্রৌপদী মুর্মু

ভারতে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মুস্তাফিজুর রহমান গতকাল সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। দিল্লিতে রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবনে পরিচয়পত্র অর্পণ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশ্বাস দেন যে, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বজায় রেখে ভারত সরকার বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সবসময় পাশে থাকবে। রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ উদ্যোগে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক শিখরে পৌঁছেছে। এই সহযোগিতার যাত্রা নিরন্তর অব্যাহত থাকবে। হাইকমিশনার মুস্তাফিজুর রহমানও প্রত্যুত্তরে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ চিরকাল ভারতের অবদানের ইতিহাস স্মরণ করে। দুই দেশ বর্তমানে যেভাবে দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্তের সূত্রপাত ঘটাচ্ছে তেমনি ভবিষ্যতেও যাবতীয় বিষয়ের সুষ্ঠু নিষ্পত্তি হবে। অনুষ্ঠানে হাইকমিশনারের স্ত্রী তালজিনা বিনতে আলমগীর, উপমহাইকমিশনার নুরাল ইসলাম, প্রতিরক্ষা উপদেষ্টা আবুল কালাম আজাদ, মিনিস্টার প্রেস শাবান মাহমুদ, মিনিস্টার পলিটিক্যাল সেলিম জাহাঙ্গীর, কাউন্সিলর সফিউল আলম উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব স্মিতা পন্থসহ অন্য পদস্থ অফিসাররা।

সর্বশেষ খবর