মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতীয় পার্টিতে ঐক্যের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টিতে ঐক্যের বিকল্প নেই

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টিতে ঐক্যের বিকল্প নেই। জাপায় ঐক্য দরকার দলের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য। গতকাল গুলশানে তার বাসভবনে দলের বিভিন্ন শ্রেণির নেতা-কর্মী সাক্ষাৎ করতে এলে তাদের উদ্দেশে এ কথা বলেন তিনি। হাওলাদার বলেন, বেগম রওশন এরশাদ পল্লীবন্ধু এরশাদের সহধর্মিণী। এই দলের জন্য তার অবদান ছোট করে দেখতে পারি না। তিনিও দলের একজন প্রতিষ্ঠাতা। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি ঐক্যের পাশাপাশি পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ সবাইকে নিয়ে দলকে সুংহত করার কথা বলেছেন। জি এম কাদের প্রজ্ঞাবান ব্যক্তি। তিনিও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ভাই। এ বিষয়টিও সবাইকে বিবেচনায় রাখতে হবে। দলের স্বার্থে একযোগে বসে কাজ করলে সব পথের অন্ধকার দূর হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন সন্নিকটে। সব দলই এখন নিজেদের মধ্যে সংহতি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্তভাবে অনুভব করছে। আমাদের দল জাতীয় পার্টিকেও ঐক্যবদ্ধ করা সময়ের দাবি। আমাদের মধ্যে যে ছোটখাটো দূরত্ব ভুল বোঝাবুঝি আছে তা সাবেক রাষ্ট্রপতি পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কথা মনে রেখে দ্বন্দ্ব ভুলে যেতে হবে। 

 

সর্বশেষ খবর