রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মিরপুরে বাংলাদেশ ভারত লড়াই

মেজবাহ্-উল-হক

ক্রিকেটপাগল বাঙালি এখন ফুটবল নিয়ে উন্মত্ত। আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে দেশ যেন দুই ভাগে বিভক্ত। কিন্তু ফুটবলের উন্মাদনার  মধ্যেও উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট। আজ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ।

সাত বছর পর বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে প্রতিবেশী ভারত। ২০১৫ সালে সব শেষ সিরিজে ঘরের মাঠে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের ক্যারিশম্যাটিক পারফরম্যান্সে ভারতকে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। সেই সিরিজের কথা মাথায় রেখেই পুরো শক্তির দল নিয়ে আজ নামছে রোহিত শর্মার দল। গতকাল মিডিয়ার মুখোমুখি হয়ে  ভারতের অধিনায়ক বলেন,  ‘২০১৫ সালে আমরা সিরিজ হেরেছিলাম এখানে। সেটা মনে আছে। বাংলাদেশ অনেক শক্তিশালী দল। তাদের বিরুদ্ধে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’

ওয়ানডে হচ্ছে বাংলাদেশের প্রিয় ফরম্যাট। ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজের পর ঘরের মাঠে টাইগাররা কখনো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ হারেনি। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চান বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত। বড় সিরিজে আমাকে নেতৃত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব নিজেকে উজাড় করে দিতে। চেষ্টা থাকবে আমাদের সামর্থ্য দেখানোর।’ তবে এই সিরিজে বাংলাদেশের দুর্ভাগ্য যে, সেরা দুই তারকাকে পাচ্ছে না দল। নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের ইনজুরি। চোটের কারণে খেলতে পারছেন না বোলিংয়ে সেরা তারকা তাসকিন আহমেদ। তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

সামনের বছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। ওই আসরের প্রস্তুতি বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু করতে করছেন রোহিতরা। ভারতীয় দল তাদের সেরা তারকাদের নিয়েই বাংলাদেশে এসেছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান -সেরা তারকারাই আছেন দলে। বাংলাদেশ দলেও আছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটার। এ ছাড়া টপ অর্ডারে ব্যাট হাতে দাপট দেখাতে পারেন আফিফ, এনামুল কিংবা ইয়াসিরও। ব্যাটিংয়ে বাংলাদেশের প্রধান ভরসা তো ক্যাপ্টেন লিটন নিজেই। চলতি বছরে তিন ফরম্যাট মিলে তার ১৭০৩ রান, এই মুহূর্তে বাবর আজমের পর বিশ্বে দ্বিতীয়। বোলিংয়ে তাসকিনের অভাবটা বাংলাদেশকে ভোগাতে পারে। তবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রয়েছেন ফর্মের তুঙ্গে। তার ক্যারিশমাতেই তো ২০১৫ সালে বাজিমাত করেছিল বাংলাদেশ। এবারও বোলিংয়ে দ্য ফিজই ভরসা। এ ছাড়া নতুন পেসার হাসান মাহমুদও দারুণ বোলিং করছেন। ভারতের ব্যাটিং লাইনআপকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট বলেই মনে করেন ক্যাপ্টেন লিটন।

সাম্প্রতিক বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই স্নায়ুর লড়াই। উত্তেজনায় ঠাসা। রোহিত-লিটন দুই ক্যাপ্টেনই মনে করছেন, আজকের ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে।

সর্বশেষ খবর