বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকারের ওপর জনগণ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামা শুরু করেছে। এ সরকারের সময় বেশি নেই। দেশের জনগণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে বিদায় করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করবে।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ সময় খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘বিএনপির? নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখের বেশি মামলায় ৩৬ লাখের বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
স্বাধীন দেশে এটা কেউ কল্পনাও করতে পারে না। সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। তাই জনগণ আওয়াজ তুলেছে- এ সরকারকে বিদায় করতে হবে।’ তিনি বলেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মামলার আসামি না হলেও তাঁদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, গণসমাবেশ ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বর্বরোচিত ক্র্যাকডাউন চালানো হয়েছে, যা স্বাধীন বাংলাদেশে কেউ চিন্তা করতে পারে না। অফিসে লুটপাট ও তছনছ করা হয়েছে।’ ড্যাব সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে এবং দফতর সম্পাদক মো. ফখরুজ্জামান ফখরুলের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।