সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বমন্দা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই সংকট চলতি বছর আরও বাড়তে পারে। বাংলাদেশের সামনে বড় আকারে দেখা দিতে পারে সংকট। তাই সমন্বিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে ক্রমাগত রিজার্ভের পতন হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে। মানুষ মূল্যস্ফীতির চাপে প্রতিদিন জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া টাকার অবমূল্যায়ন অর্থনীতিকে চাপে ফেলছে। ফলে একদিকে আয় বৈষম্য ও দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে। এই চ্যালেঞ্জগুলোর ফলে দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মির্জ্জা আজিজ বলেন, বিশ্বমন্দার সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে হলে পাঁচ খাতে নজর দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয় বাড়াতে হবে, বৈধ পথে রেমিট্যান্স নিশ্চিত করার পাশাপাশি পরিমাণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়াতে না পারলে অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে। সাধারণ মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ বাড়াতে হবে। এই পাঁচ খাতে বাংলাদেশ সঠিকভাবে নজর দিয়ে পদক্ষেপ নিতে পারলে বিশ্বমন্দা মোকাবিলা সহজ হবে। সরকার যদি দুর্নীতির লাগাম টানতে না পারে কোনো পদক্ষেপ দিয়ে নিজের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। বিশ্বমন্দা মোকাবিলা করা আরও কঠিন হবে।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা