সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বমন্দা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই সংকট চলতি বছর আরও বাড়তে পারে। বাংলাদেশের সামনে বড় আকারে দেখা দিতে পারে সংকট। তাই সমন্বিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে ক্রমাগত রিজার্ভের পতন হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে। মানুষ মূল্যস্ফীতির চাপে প্রতিদিন জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া টাকার অবমূল্যায়ন অর্থনীতিকে চাপে ফেলছে। ফলে একদিকে আয় বৈষম্য ও দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে। এই চ্যালেঞ্জগুলোর ফলে দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মির্জ্জা আজিজ বলেন, বিশ্বমন্দার সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে হলে পাঁচ খাতে নজর দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয় বাড়াতে হবে, বৈধ পথে রেমিট্যান্স নিশ্চিত করার পাশাপাশি পরিমাণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়াতে না পারলে অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে। সাধারণ মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ বাড়াতে হবে। এই পাঁচ খাতে বাংলাদেশ সঠিকভাবে নজর দিয়ে পদক্ষেপ নিতে পারলে বিশ্বমন্দা মোকাবিলা সহজ হবে। সরকার যদি দুর্নীতির লাগাম টানতে না পারে কোনো পদক্ষেপ দিয়ে নিজের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। বিশ্বমন্দা মোকাবিলা করা আরও কঠিন হবে।
শিরোনাম
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা
- ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু
- মুস্তাফিজকে নিয়ে আলাদা পরিকল্পনা সাজাচ্ছে শ্রীলঙ্কা
- ইনসাফভিত্তিক মানবিক দেশ প্রতিষ্ঠার এখনই সময়: তারেক রহমান
- রেকর্ড রেমিট্যান্স প্রবাহে রিজার্ভ বেড়ে ৩১.৬৮ বিলিয়ন ডলার
- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল পাকিস্তান
- কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪৮ বছরের রেকর্ড ভাঙল চট্টগ্রাম বন্দর
- সিলেটে পাথর শ্রমিকদের বিক্ষোভে গাড়ি ভাঙচুর
- টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার সুযোগ
- পর্তুগাল-স্পেনে ৪৬ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে অস্বস্তি
- জুলাই শহীদের তালিকায় আরও ১০ শহীদের নাম
- ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগ নেতাকে পিটুনি
বিশ্বমন্দা মোকাবিলায় পাঁচ খাতে নজর দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর