সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বমন্দা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই সংকট চলতি বছর আরও বাড়তে পারে। বাংলাদেশের সামনে বড় আকারে দেখা দিতে পারে সংকট। তাই সমন্বিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে ক্রমাগত রিজার্ভের পতন হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে। মানুষ মূল্যস্ফীতির চাপে প্রতিদিন জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া টাকার অবমূল্যায়ন অর্থনীতিকে চাপে ফেলছে। ফলে একদিকে আয় বৈষম্য ও দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে। এই চ্যালেঞ্জগুলোর ফলে দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মির্জ্জা আজিজ বলেন, বিশ্বমন্দার সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে হলে পাঁচ খাতে নজর দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয় বাড়াতে হবে, বৈধ পথে রেমিট্যান্স নিশ্চিত করার পাশাপাশি পরিমাণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়াতে না পারলে অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে। সাধারণ মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ বাড়াতে হবে। এই পাঁচ খাতে বাংলাদেশ সঠিকভাবে নজর দিয়ে পদক্ষেপ নিতে পারলে বিশ্বমন্দা মোকাবিলা সহজ হবে। সরকার যদি দুর্নীতির লাগাম টানতে না পারে কোনো পদক্ষেপ দিয়ে নিজের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। বিশ্বমন্দা মোকাবিলা করা আরও কঠিন হবে।
শিরোনাম
- স্টার সিনেপ্লেক্সে এ সপ্তাহে দুই সিনেমা: ‘চেইনসো ম্যান’ ও ‘কন্যা’
- মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বেলারুশের মডেলের ‘রহস্যজনক মৃত্যু’
- দক্ষিণ কোরিয়ায় শি’র সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প: হোয়াইট হাউজ
- ভারতে এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা
- রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২
- ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
- বৃহৎ প্রতিবেশীর ছায়ায় প্রাপ্য আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে না বাংলাদেশ
- টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পরিবারের কাছে হস্তান্তর
- শপথ নিলেন চাকসুর বিজয়ীরা
- অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার
- আখাউড়ায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- সৌদি আরবকে কটাক্ষ করে মাফ চাইলেন ইসরায়েলি মন্ত্রী
- ১৯ মাস পর সিরিজ জিতে দলের প্রশংসায় মিরাজ
- ‘চাই না আমার কথায় শাহরুখের সংসারে ঝড় উঠুক’
- বাংলাদেশে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে : জার্মান রাষ্ট্রদূত
- নাইজেরিয়ায় সেনাবাহিনীর অভিযানে নিহত ৫০
- সোশ্যাল মিডিয়ার গুঞ্জন উড়িয়ে ববি বললেন, সবই মিথ্যা
- রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার ৩
- প্রোটিন পাউডারের নামে খাচ্ছেন কি? গবেষকদের সতর্কবার্তা
- আইজিপির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বিশ্বমন্দা মোকাবিলায় পাঁচ খাতে নজর দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর