সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বমন্দা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই সংকট চলতি বছর আরও বাড়তে পারে। বাংলাদেশের সামনে বড় আকারে দেখা দিতে পারে সংকট। তাই সমন্বিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে ক্রমাগত রিজার্ভের পতন হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে। মানুষ মূল্যস্ফীতির চাপে প্রতিদিন জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া টাকার অবমূল্যায়ন অর্থনীতিকে চাপে ফেলছে। ফলে একদিকে আয় বৈষম্য ও দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে। এই চ্যালেঞ্জগুলোর ফলে দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মির্জ্জা আজিজ বলেন, বিশ্বমন্দার সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে হলে পাঁচ খাতে নজর দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয় বাড়াতে হবে, বৈধ পথে রেমিট্যান্স নিশ্চিত করার পাশাপাশি পরিমাণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়াতে না পারলে অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে। সাধারণ মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ বাড়াতে হবে। এই পাঁচ খাতে বাংলাদেশ সঠিকভাবে নজর দিয়ে পদক্ষেপ নিতে পারলে বিশ্বমন্দা মোকাবিলা সহজ হবে। সরকার যদি দুর্নীতির লাগাম টানতে না পারে কোনো পদক্ষেপ দিয়ে নিজের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। বিশ্বমন্দা মোকাবিলা করা আরও কঠিন হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ