সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, বিশ্বমন্দা দীর্ঘদিন ধরে চলছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই সংকট চলতি বছর আরও বাড়তে পারে। বাংলাদেশের সামনে বড় আকারে দেখা দিতে পারে সংকট। তাই সমন্বিতভাবে পরিস্থিতির মোকাবিলা করতে এখনই উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে ড. মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনীতিতে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তার মধ্যে ক্রমাগত রিজার্ভের পতন হচ্ছে। মূল্যস্ফীতি বাড়ছে। মানুষ মূল্যস্ফীতির চাপে প্রতিদিন জীবনযাত্রার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে। এ ছাড়া টাকার অবমূল্যায়ন অর্থনীতিকে চাপে ফেলছে। ফলে একদিকে আয় বৈষম্য ও দারিদ্র্যসীমার নিচের মানুষের সংখ্যা বাড়ছে। এই চ্যালেঞ্জগুলোর ফলে দেশের অর্থনীতিকে বড় ধরনের সংকট মোকাবিলা করতে হচ্ছে। মির্জ্জা আজিজ বলেন, বিশ্বমন্দার সঙ্গে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে হলে পাঁচ খাতে নজর দিতে হবে। এর মধ্যে রপ্তানি আয় বাড়াতে হবে, বৈধ পথে রেমিট্যান্স নিশ্চিত করার পাশাপাশি পরিমাণ বাড়ানোর দিকে নজর দিতে হবে। বৈদেশিক মুদ্রা বা ডলারের রিজার্ভ বাড়াতে না পারলে অর্থনীতির সংকট মোকাবিলায় বাংলাদেশ কঠিন পরিস্থিতি মুখোমুখি হবে। সাধারণ মানুষকে চাপমুক্ত রাখতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি করে সুষম বণ্টন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য-শিক্ষা খাতে আরও বেশি বরাদ্দ বাড়াতে হবে। এই পাঁচ খাতে বাংলাদেশ সঠিকভাবে নজর দিয়ে পদক্ষেপ নিতে পারলে বিশ্বমন্দা মোকাবিলা সহজ হবে। সরকার যদি দুর্নীতির লাগাম টানতে না পারে কোনো পদক্ষেপ দিয়ে নিজের অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। বিশ্বমন্দা মোকাবিলা করা আরও কঠিন হবে।
শিরোনাম
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
বিশ্বমন্দা মোকাবিলায় পাঁচ খাতে নজর দিতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর