শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানবাধিকার-রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে পাশে থাকবে ব্রিটেন

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে পাশে থাকবে ব্রিটেন। উভয় দেশের সম্পর্কের ব্যাপকতা জুড়ে বাংলাদেশকে যুক্ত করতে প্রস্তুত রয়েছে দেশটি। একই সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিও জোরদার করতে চায় ব্রিটেন। ঢাকা সফর করা ব্রিটিশ সংসদীয় দলের সফর প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানায়।

হাইকমিশন জানিয়েছে, ঢাকা সফররত যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে সরকার, রাজনীতি, সুশীল সমাজ, আইনজীবী, ব্যবসায়ী এবং মিডিয়া সেক্টরের বাংলাদেশি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দেশটির ক্ষমতাসীন রক্ষণশীল দল এবং বিরোধী দল লেবার পার্টির সমন্বয়ে গঠিত যুক্তরাজ্যের সর্বদলীয় সংসদীয় গ্রুপের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফর করছেন। এ সফরে তারা প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারসহ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করতে পেরে আনন্দিত। বাংলাদেশের ঘনিষ্ঠ এবং দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়নের গতিপথ, সমৃদ্ধি, বাণিজ্য, মানবাধিকার এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণসহ গণতান্ত্রিক শাসনের সম্ভাবনাসহ দ্বিপক্ষীয় ও রাজনৈতিক বিষয়গুলোর সম্পূর্ণ পরিসরে আলোচনা করার সুযোগকে অত্যন্ত মূল্যায়ন করে।

সর্বশেষ খবর