শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিপিএলে পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল মাঠে গড়াচ্ছে আজ। ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে। প্রথম ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৩০ মিনিটে। দ্বিতীয় ম্যাচ শুরু ৭টা ১৫ মিনিটে।

গতকাল ট্রফি উন্মোচন করেছেন সাত দলের প্রতিনিধি। সেখানেই অধিনায়করা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন ঘরোয়া লিগে (প্রিমিয়ার লিগ) চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমবারের মতো বিপিএলে নেতৃত্ব পেয়ে রোমাঞ্চিত সোহান। এবারের বিপিএলে রংপুর রাইডার্সই একমাত্র দল যারা নিজেদের মাঠে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে। এমনকি তারা প্রস্তুতি ম্যাচ খেলেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন। তাই রংপুরকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন সোহান। তিনি বলেন, ‘অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ট্রফি এখনো ধরিনি। যদি চ্যাম্পিয়ন হই তাহলেই ধরব। মাঠে এক শ ভাগ দিলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’ প্রথম ম্যাচ থেকেই দাপট দেখাতে চান সোহান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, ‘কুমিল্লা সবসময় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করে। এ বছরও একই পরিকল্পনা। চেষ্টা করব এ বছরও শিরোপা ধরে রাখার জন্য। মাঠে ভালো খেলতে হবে। কাগজে-কলমে যত শক্তিশালীই হন না কেন মাঠে খেলতে না পারলে লাভ হবে না।’ সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বলেন, ‘কি হয় বলা কঠিন। তবে আমাদের দলকে বেশ ভালো মনে হচ্ছে। আশা করছি, ভালো কিছুই হবে। সব দলই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে।’ ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না খুলনা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান। তার পর্বে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রত্যাশার কথা জানাতে গিয়ে বলেন, ‘আমি তো একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। দুবার ফাইনাল খেলেছি। অবশ্যই শিরোপা জেতার লক্ষ্য থাকবে। চ্যাম্পিয়ন হতে পারলে তো অবশ্যই ভালো লাগবে।’ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম বলেন, ‘সবার যে লক্ষ্য আমারও সেই লক্ষ্য।

আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। আমাদের স্ট্রেন্থ হলো টিম স্পিরিট। দল ভারসাম্যপূর্ণ। সেই হিসেবে আমরা আশা করতেই পারি।’ ঢাকা ডর্মিনেটর্স অধিনায়কত্ব দিয়েছেন নাসির হোসেনকে। জাতীয় দলের এই সাবেক তারকা মিডিয়াকে বলেন, ‘সবার মতো আমরাও চাইব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। এর আগেও আমি অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সঙ্গে দল যেন ভালো ফল করে।’

খুলনা টাইগার্সের অধিনায়ক ইয়াসির রাব্বি বলেন, ‘চেষ্টা করব দলের জন্য ভালো কিছু করার। তামিম ভাইয়ের সঙ্গে দল গঠনের পর থেকেই কথা হচ্ছে। অধিনায়ক হওয়ার পর তেমন কথা হয়নি। শুধু বলেছেন, আমাকে যখন তোর প্রয়োজন হবে আমি পাশে আছি। তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। অবশ্যই হেল্প করব।’ আজকের খেলা : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স  : ২.৩০ মি., রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ৭.১৫ মি.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর