পাবনার ঈশ্বরদীতে যুবলীগ নেতার ভাইয়ের গুলিতে রিকশাচালক মামুন হোসেন (২৬) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত মামুনের মা লিপি খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে মামলাটি করেন। এতে প্রধান আসামি করা হয়েছে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাউন্সিলর কামাল উদ্দিনকে। মামলায় কামাল উদ্দিনের ভাই আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় বুধবার গভীর রাতে কাউন্সিলর কামাল উদ্দিন এবং আনোয়ারের ছেলে হৃদয় হোসেনকে তাদের শৈলপাড়ার বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। গতকাল তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।গত বুধবার রাতে উপজেলার পশ্চিম টেংরি কড়ইতলা এলাকায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাউন্সিলর কামাল উদ্দিনের ভাই আনোয়ার হোসেন পিস্তল বের করে গুলি চালালে রিকশাচালক মামুন হোসেন নিহত হন। গুলিবিদ্ধ হয়ে রকি হোসেন ও সুমন হোসেন নামের আরও দুজন আহত হন।