বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতে ব্যবস্থাপনা ঠিক রাখতে সুশাসনের জন্য যা কিছু করণীয় তা দ্রুত দৃশ্যমান করতে হবে। সেই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক নেতাদের মতো ‘দেখছি, দেখব’ এ রকম চলবে না। বরং বিশেষ ক্ষমতা ব্যবহার করে বলতে হবে এ সিদ্ধান্ত নিয়েছি বা নেব। এ জন্য নীতিনির্ধারকদেরও তৎপর হতে হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্যাংকিং অ্যালমানাকের চতুর্থ সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের এডিটরিয়াল বোর্ডের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)-এর সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আমানুল্লাহ, বিএলএফসির (বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন) সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান, ব্যাংকিং অ্যাালমানাকের নির্বাহী সম্পাদক সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ এবং ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তথ্য সূর্যালোকের মতো। সূর্যের আলো যেমন সব সংকট দূর করে দেয়, তেমনি তথ্যের প্রবাহও সংকট কাটাতে সাহায্য করে। ব্যাংকিং অ্যালমানাক বাংলাদেশের ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের সব তথ্য তুলে ধরায় তা আমাদের দেশের অর্থনীতিতে সূর্যালোকের মতো ভূমিকা রাখবে বলেই আশা করি।’ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, গায়ে হাত দিয়ে যেভাবে বোঝা যায় শরীরে জ্বর আছে কি না, তেমনি অর্থনীতির নানা সূচক ও চারপাশের পরিস্থিতি দেখেও অনেক কিছু বোঝা যায়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির সূচক ইতিবাচক ও ক্রমবর্ধমান; এবং তা রুগ্ণ নয়। অনুষ্ঠানে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, দেশের অর্থনীতিতে ‘রিয়েল ইকোনমি’ শব্দটি সংযোজন করতে হবে। অর্থনৈতিক নানা সূচকই শুধু নয়, বাস্তব চিত্রও তুলে ধরতে হবে। যেমন- এই শীতের মধ্যেও বর্তমানে ফুটপাতে শুয়ে থাকা মানুষের সংখ্যা বাড়তি মনে হচ্ছে। এতে বোঝা যায় করোনা, যুদ্ধ, মূল্যস্ফীতি ইত্যাদি সংকটে অর্থনৈতিক বিপর্যয়ে পড়া মানুষ সংকট কাটিয়ে উঠতে পারেনি। এসব চিত্রও বিবেচনায় আনতে হবে। উল্লেখ্য, ব্যাংকিং অ্যালমানাক দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্যসমৃদ্ধ গবেষণা গ্রন্থ। এখানে ৬০টি ব্যাংক ও ৩১টি ব্যাংকিং প্রতিষ্ঠানের আর্থিক চিত্র ও তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশের শিক্ষাবিষয়ক সাপ্তাহিক পত্রিকা শিক্ষাবিচিত্রার উদ্যোগে ও বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ২০১৬ সাল থেকে এই গবেষণা গ্রন্থটি প্রকাশিত হয়ে আসছে।
শিরোনাম
- ওয়াল স্ট্রিটে রেকর্ড পতন, ট্রাম্পের আমলে সবচেয়ে বড় ধস
- ‘থ্যাংক ইউ ট্রাম্প’ স্লোগানে মুখরিত তেলআবিব সমাবেশ
- রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার
- রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধান উপদেষ্টার
- আফগানিস্তানের ১৯ সীমান্ত পোস্ট দখলের দাবি পাকিস্তানের
- কামিন্স ছিটকে গেলে অ্যাশেজে সুবিধা পাবে ইংল্যান্ড
- কাঞ্চনের শারীরিক অবস্থা কেমন, জানালেন রোজিনা
- প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচি
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- ঢাকা-ময়মনসিংহ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
- জন্মদিনে কলকাতায় অমিতাভের ‘চল্লিশা পাঠ’
- মেসির জোড়া গোলে মায়ামির বড় জয়
- গাজার মতো ইউক্রেন যুদ্ধও থামাতে ট্রাম্পকে অনুরোধ জেলেনস্কির
- মানিকগঞ্জে টানা বৃষ্টিতে সবজির বাজারে অস্থিরতা
- ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
- জনপ্রশাসনের নতুন সিনিয়র সচিব এহছানুল হক
- দুই কিংবদন্তির গানে কণ্ঠ দিলেন পান্থ কানাই
- কক্সবাজারে অস্ত্র ও গুলি উদ্ধার
- পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ
- লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের, ৩০০ যানবাহন ধ্বংস
ব্যাংকিং ব্যবস্থাপনা ঠিক রাখতে সুশাসন নিশ্চিত করতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর