সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশ রাজ্য হয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রাজ্য হয়ে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র নেই, রাজ্য হয়ে গেছে। বাংলাদেশকে আবারও রাষ্ট্র বানাতে হলে ২৭ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। ২৭ দফার মাধ্যমে দেশকে ট্রাকে আনতে হবে। আমরা যদি এটা করতে না পারি, তাহলে এই রাষ্ট্র ডাউন হিল জার্নিতে যাবে; ধ্বংস হয়ে যাবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মহানগর উত্তর ড্যাবের সভাপতি ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সভাপতিত্বে সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল আহসান। বক্তব্য রাখেন বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অধ্যাপক ডা. হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, ডা. এ এস এম মো. মাসুম বিল্লাহ, ডা. মোস্তাক রহিম স্বপন, কাদের গণি চৌধুরী প্রমুখ। আমীর খসরু বলেন, বাংলাদেশে বর্তমানে দুর্বৃত্তায়নের রাজনীতি চলছে। রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা মনে করে অর্থ আর পেশী শক্তি দিয়ে ক্ষমতায় থাকতে হবে। এ জন্য তারা একটি রেজিম সৃষ্টি করেছে। মুক্তবাজার অর্থনীতির নামে সৃষ্টি করেছে নিজস্ব আওয়ামী মডেল অব ইকোনমি, যা কি না লুটপাটের অর্থনীতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর