নদীপথে সংযোগ বৃদ্ধির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রশংসা করেছেন। মোদি গতকাল ভিজ্যুয়াল মাধ্যমে বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল প্রমোদতরী ‘গঙ্গাবিলাস’-এর উদ্বোধন করছিলেন। এ সময় তিনি বলেন, ‘গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ পরিষেবার সূচনা একটি যুগান্তকারী মুহূর্ত। এই প্রকল্পটি ভারতে পর্যটন মানচিত্রে এক নতুন যুগের সূচনা করবে।’ তিনি আরও বলেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে নদীপথে সংযোগ বৃদ্ধি সম্ভব হয়েছে বাংলাদেশ সরকারের সহযোগিতায়।
একই দিন পশ্চিমবঙ্গের হলদিয়ায় একটি বহুমুখী পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, হলদিয়ার সঙ্গে উত্তরপ্রদেশের বারাণসীর যেমন সংযোগ তৈরি হয়েছে তেমনি ভারত-বাংলাদেশ নদীপথ সংযুক্ত হচ্ছে। এর ফলে কলকাতা বন্দরের সঙ্গে বাংলাদেশের সংযোগ বাড়বে। এ জন্য শুধু পর্যটন নয়, বাণিজ্য বৃদ্ধি পাবে বহুগুণ। নরেন্দ্র মোদি বলেন, এই জাহাজে সব ধরনের পর্যটকদের বিনোদনের ব্যবস্থা রয়েছে। যারা আধ্যাত্মিক সাধনা করতে চান তারা কাশী, বোধগয়া, বিকরমশীলা যেমন দেখতে পারবেন একইভাবে যারা বহুদেশীয় জলবিহার করতে চান তারা ঢাকা দেখতে পারবেন। যারা প্রকৃতির সান্নিধ্য চান তারা সুন্দরবনের সঙ্গে আসামের জঙ্গল দেখতে পারবেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এমভি গঙ্গাবিলাস জাহাজের সব যাত্রীকে বলতে চাই যে, আপনারা যা কল্পনা করবেন, এমন সবকিছুই ভারতের রয়েছে। শুধু তাই নয়, আপনার কল্পনার বাইরেও অনেক কিছু রয়েছে। ভারতকে কেবলমাত্র একটি শব্দে ব্যাখ্যা করা যায় না। ভারতকে কেবল হৃদয় থেকে অনুভব করা যায়। কারণ জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সবার জন্য ভারত তার হৃদয় উন্মুক্ত করেছে।’