রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভোট চাইতে হবে জোটের জন্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ভোট চাইতে হবে জোটের জন্য

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, শুধু নিজের জন্য নয়, জোটের জন্য ভোট চাইতে হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির ঢাকা বিভাগীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এমন কথা বলেন তিনি। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।  মেনন বলেন, সামনে নির্বাচন। ভোট চাইতে হবে ১৪ দলের জন্য। সব অসাম্প্রদায়িক শক্তির জন্য। সমাবেশে সংগঠনের পলিট ব্যুরোর সদস্য কামরুল খানের সঞ্চালনায় সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিট ব্যুরোর সদস্য নুর আহমেদ বকুল, মোস্তফা লুৎফুল্লাহ, টাঙ্গাইল জেলা সভাপতি পাওয়ার চৌধুরী, গাজীপুর জেলা সভাপতি আবদুল মজিদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাদাকাত হোসেন বাবুল, দক্ষিণের আহ্বায়ক কিশোর রায়, নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা ও কেন্দ্রীয় কমিটির সদস্য করম আলী বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর