বিশ্বমন্দার পরিপ্রেক্ষিতে সতর্ক থাকতে আইএমএফ থেকে ঋণ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ঢাকা আর্ট সামিটের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সালমান এফ রহমান বলেন, বিশ্বব্যাপী মন্দা চলছে। এর প্রভাবে বাংলাদেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সতর্কতার অংশ হিসেবে এ ঋণ নেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে দেশের অর্থনীতি ভালো আছে, তাই আইএমএফের ঋণ দেশের জন্য কোনো বোঝা হবে না। প্রসঙ্গত, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সাড়ে ৩
বছরের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ। মোট সাত কিস্তিতে মিলবে এ ঋণ। প্রথম ও দ্বিতীয় কিস্তি যোগ করলে আগামী এক বছরে আইএমএফ থেকে পাওয়া যাবে ১০০ কোটি ডলারের মতো। আর ঋণ পেতে আইএমএফের শর্তানুযায়ী সরকারকে প্রধানত ব্যাংক, রাজস্ব ও জ্বালানি খাত সংস্কারে হাত দিতে হবে। ইতোমধ্যে সংস্কার কার্যক্রম শুরু করেছে সরকার।