রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

রামপাল দ্বিতীয় ইউনিট কাজ শেষ পর্যায়ে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রামপাল দ্বিতীয় ইউনিট কাজ শেষ পর্যায়ে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ শেষ পর্যায়ে। এ ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। গতকাল ভারতীয় হাই কমিশনার বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, পরিবেশের দিকটি বিশেষভাবে মাথায় রেখে আল্ট্রা সুপার টেকনোলজির মাধ্যমে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে। এ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারতে অংশীদারিত্ব উন্নয়নে ভূমিকা রাখবে। বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ বলেন, কয়লা আমদানির জন্য ডলার এরই মধ্যে ছাড়া হয়েছে। ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে। চলতি সপ্তাহে কয়লা আসার পর এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

সর্বশেষ খবর