সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দায়িত্ব পালনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব পালনে বাধা নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জেলা জজ আদালতের দেওয়া রায় স্থগিত করেছেন হাই কোর্ট। এর ফলে জাপা চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। গতকাল বিচারপতি মো. আবদুল হাফিজের একক হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। জি এম কাদেরের আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, হাই কোর্টের আদেশের পর জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জি এম কাদেরের আর কোনো আইনি বাধা নেই। এর আগে গত ১৯ জানুয়ারি গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে আপিল খারিজ করে দেন জেলা জজ আদালত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই : জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। গ্রহণযোগ্য নির্বাচন হলেই সমাজে জবাবদিহিতা নিশ্চিত হয়। জবাবদিহিতা নিশ্চিত হলেই রাষ্ট্রে প্রজাতন্ত্র সফল হয়। গতকাল জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জি এম কাদের আরও বলেন, বৈষম্য দূর করতে হবে। দেশের মানুষ নিষ্পেষিত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের মধ্যে হাহাকার উঠেছে। ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি পণ্যের দামও বেড়ে যাচ্ছে। আবার বৈদেশিক মুদ্রা সংকটের কারণে এলসি খুলে প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাধা সৃষ্টি হচ্ছে। তাই, চাহিদার তুলনায় কম পণ্য আমদানি হচ্ছে দেশে।

এ কারণেই বাজারে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নেই। কথা বলা মানুষের জন্মগত অধিকার। আমি গণমানুষের পক্ষে কথা বলব, এটা আমার শুধু অধিকারই নয়, কর্তব্যও। সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দিলে সরকারের উপকার হয়। দেশ ও দেশের মানুষের মঙ্গল নিশ্চিত করা সম্ভব হয়। জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর