সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৬ কোটি ১২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ হাজার ৭০৫ কোটি টাকা। এটি চলতি বছরের জানুয়ারি মাসের চেয়ে ৩৯ কোটি ৭৬ লাখ ডলার কম। তবে গত বছরের ফেব্রুয়ারি মাসের চেয়ে ৬ কোটি ৬৮ লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
দেশে ডলার সংকটের মধ্যে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগে ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত কয়েক মাসে। যার ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে প্রবাসীরা প্রতিদিন গড়ে প্রায় ৫ কোটি ৫৮ লাখ ডলার বা প্রায় ৫৯৬ কোটি টাকার বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। অপরদিকে, জানুয়ারিতে রেমিট্যান্স আসে ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার। এরমধ্যে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ১৪৯ কোটি ৪৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, ফেব্রুয়ারি মাসে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে ৩ কোটি ৮৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার আসে। এ ছাড়া বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬ কোটি ১৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।