রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিচারকের অবহেলা হলে ব্যবস্থা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিচারকের অবহেলা হলে ব্যবস্থা

প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারকদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ     পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গায় গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, মামলা জট কমাতে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। বিচারক স্বল্পতা কমিয়ে আনার চেষ্টা চলছে। বিচারপ্রার্থীরা যাতে সব সেবা সুন্দরভাবে পায় সে লক্ষ্যে ‘ন্যায়কুঞ্জ’ করা হচ্ছে। এ সময় তিনি সেবাপ্রার্থীদের জন্য ‘ন্যায়কুঞ্জ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধান বিচারপতি পরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাই কোর্ট বিভাগের বিচারপতি কে এম হাফিজুল আলম, জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরীন, পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন প্রমুখ।

সর্বশেষ খবর