রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজার সিন্ডিকেট

সাতক্ষীরা প্রতিনিধি

দ্রব্যমূল্য বৃদ্ধিতে বাজার সিন্ডিকেট

সাতক্ষীরায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জনসভায় দলের সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ইউক্রেন যুদ্ধ দায়ী নয়, দায়ী হলো বাজার সিন্ডিকেট এবং মুষ্টিমেয় আমলা-বণিক গোষ্ঠী। সামরিক-বেসামরিক আমলার হাতে বাংলাদেশের ক্ষমতা ও ধনসম্পদ কেন্দ্রীভূত হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। গতকাল সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে এ জনসভা অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াতের নতুন ষড়যন্ত্র প্রতিরোধ, গ্যাস-বিদ্যুৎ-তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, রেশনিং ব্যবস্থা চালু, চাঁদাবিহীন পেনশন স্কিম চালু, নদী রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে টিআরএম চালু, জামায়াত কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ড ও নৃশংসতার দ্রুত বিচার দাবিতে সাতক্ষীরা জেলা শাখা ওয়ার্কার্স পার্টি এ জনসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন এমপি এবং বিশেষ অতিথি ছিলেন দলের পার্টির পলিটব্যুরোর সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। রাশেদ খান মেনন বলেন, আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের কথা বলেন, আমরা তা অস্বীকার করি না। মেট্রোরেল হয়েছে, টানেল হয়েছে, এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে। আমরা সবকিছু দেখে বলি ‘জয় বাংলা’। এর থেকে ভালো দেশ, সুন্দর দেশ আর নেই। কিন্তু ‘জয় বাংলা’ যখন ‘এনজয় বাংলা’ হয়ে যায়- তখন সেটা আর তা জয় বাংলা থাকে না; সেটা হয়ে যায় মুষ্টিমেয় লোকের স্লোগান মাত্র। তখন সেটা মানুষের মনে দাগ কাটে না। পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপির অংশগ্রহণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান মেনেই বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আর নির্বাচনকালীন সরকার কে হবেন- সেটি সংবিধান অনুযায়ী ঠিক করা হবে। সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিমুল হক কিসলুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর