শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কাটেনি শোকের ছায়া

আরও দুই মৃত্যু, হাসপাতালে দগ্ধদের আহাজারি, কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

কাটেনি শোকের ছায়া

রাজধানীর সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় কাটেনি শোকের ছায়া। গতকাল আরও দুজন মারা গেছেন। মেহেদী হাসান স্বপন (৪০) নামে একজনের লাশ ওই ভবন থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. ইয়াসিন মিয়া (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভয়াবহ ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩-এ। এদিকে দুই ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী আবদুল মোতালেব মিন্টুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জানা গেছে, ওই বিস্ফোরণে নিহত মেহেদী হাসান স্বপনের বাবার নাম গোলাম রাব্বানী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পশ্চিম এনায়েতপুরে। রামপুরা টিভি সেন্টারের পাশে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন স্বপন। তার স্ত্রীর নাম রোকেয়া বেগম। স্বপনের বড় ভাই তানভীর হাসান সোহাগ বলেন, স্বপন বাংলাদেশ স্যানিটারির ম্যানেজার পদে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া গতকাল বার্ন ইনস্টিটিউটে মারা যাওয়া মো. ইয়াসিন মিয়ার শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানা গেছে। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ইয়াসিনকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। বিস্ফোরণে আহতদের উন্নত চিকিৎসার জন্য গতকাল চার বিভাগের প্রধানদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাসহ শরীরে একাধিক ইনজুরি রয়েছে। ফলে চার বিভাগের প্রধানদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢামেক হাসপাতালে বর্তমানে ১৫ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আইসিইউতে, বাকি ১৪ জনকে ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হওয়া ওই বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ২০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. সামন্ত লাল সেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে লাইফ সাপোর্টে আছেন দুজন। মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে সিদ্দিকবাজারে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বংশাল থানায় প্রথমে জিডি ও পরে অপমৃত্যুর মামলা করা হয়। গ্রেফতার করা হয় দুই ভবন মালিকসহ তিনজনকে। এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ মুহূর্তে সুনিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে, ভবন মালিক ও যারা দোকান ভাড়া নিয়েছিলেন, তারা এ ঘটনার দায় এড়াতে পারেন না। তবে রাজউক এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কারা এখানে অবহেলা করেছেন, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। রাজউক টেকনিক্যাল টিমের আহ্বায়ক ও রাজউকের সদস্য ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বিস্ফোরণের কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাপোর্ট পিলার বা পাইপ দিয়ে ভবনের ওজন ছড়িয়ে দিতে পারলে সবাই নিরাপদে কাজ করতে পারবেন। পানির লাইন ভেঙে গেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর