শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ক্ষমতার লড়াইয়ে জনমনে সংশয়

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতার লড়াইয়ে জনমনে সংশয়

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দুই দলের ক্ষমতায় যাওয়ার লড়াইয়ে জনমনে নিরাপত্তাহীনতা ও সংশয় দেখা দিয়েছে। সংশয় দূর করে স্থিতিশীল সরকার নির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্য সময়ের দাবি। তিনি বলেন, দুটি দলের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করে মানুষ বলছেন, এরশাদের সময় তারা ভালো ছিলেন। মানুষ আবার জাতীয় পার্টির শাসনামলে ফিরতে চায়। হাওলাদার বলেন, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দিয়ে আগামীতে এককভাবে রাষ্ট্রক্ষমতায় গিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। গতকাল গুলশানের বাসভবনে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ চিকিৎসা শেষে দেশে ফিরে বলেছেন, পার্টি ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে আগামীতে ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, বিভিন্ন দল থেকে নেতা-কর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করছেন। তিনি বলেন, অনৈক্য শান্তি আনতে পারে না। উদাহরণ রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। সাবেক জাপা মহাসচিব বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকাই স্বাভাবিক। তবে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় স্বার্থে ঐকমত্যে আসতে হবে। এটাই জাতির প্রত্যাশা। তিনি বলেন, নেতা-কর্মীরা জি এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আশা করি, তাঁর নেতৃত্বে আমরা অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাব। তিনি বলেন, জাতীয় পার্টির ওপর মানুষের আস্থা বেড়েছে। আগামীতে জাতীয় পার্টির নেতৃত্বে সরকার গঠন হবে। উন্নয়ন করতে হলে সরকারপ্রধান হতে হয়। তিনি বলেন, জাতীয় পার্টি লাশের রাজনীতি করে না। আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব কিছুই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। অথচ জাতীয় পার্টির সরকারের আমলে সব কিছুই ছিল সহনীয় পর্যায়ে। এ সময় প্রেসিডিয়াম সদস্য সফিকুল ইসলাম সেন্টুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর