মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রমজানে বাজার অস্থিতিশীল করলে আইনি ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এ জন্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে মনিটরিং কার্যক্রম চলছে। বাজার অস্থিতিশীল হলে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। মাহবুব হোসেন বলেন, গত রবিবার সারা দেশের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। তাছাড়া পাঠপর্যায়ের কর্মকর্তাদের বাজার নিয়ে সংবেদনশীল করতে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজারে কোনো মনিটরিং করা হচ্ছে না’ সাংবাদিকদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, রমজানের পূর্বে প্রস্তুতিমূলক কাজ চলছে। রোজায় বাজার কঠোরভাবে মনিটরিং করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোথাও কোনো অস্বাভাবিক পরিস্থিতি হলে সেখানে আইন প্রয়োগ করা হবে। সারা দেশের জেলা প্রশাসকদেরও এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯’-এর ব্যাপারে নীতিগত সমর্থন ছিল আমাদের। কিন্তু এটি লেজিসলেটিভ বিভাগে পাঠানোর পর দেখা গেছে বগুড়ায় একটি বিশ্ববিদ্যালয় করা নিয়ে ২০০১ সালে একটি আইন পাস করা আছে। কিন্তু পরবর্তী সময়ে এর কোনো অগ্রগতি হয়নি। একস্থানে বিশ্ববিদ্যালয় করা নিয়ে দুটি আইনের যৌক্তিকতা নাই। তাই ২০০১ সালের পাসকৃত আইনটি বলবৎ থাকবে। এ ছাড়া মন্ত্রিসভা গতকাল ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি আইন, ২০২৩’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। সরকারি ক্রয়ের জন্য এখন সিপিটিইউ (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট) একটি ইউনিট হিসেবে আছে। এটি পরিবর্তন করে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করা হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০০১-০২ সালের দিকে আমাদের সরকারি খাতে সবমিলিয়ে ক্রয় হতো ১৮ থেকে ১৯ হাজার কোটি টাকা। এখন এক বছরে গড়ে ২ লাখ ২০ হাজার থেকে ২ লাখ ২৫ হাজার কোটি টাকার কেনাকাটা হয়। সে হিসাবে ১১ থেকে ১২ গুণ বেড়েছে ক্রয়ের পরিসর। আগের ওই অফিস দিয়ে, তাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে বড় পরিসরের কার্যক্রম সম্পন্ন করা খুবই কষ্টকর। তাই অথরিটি করা হচ্ছে। এর কার্যালয় প্রাথমিকভাবে ঢাকাকেন্দ্রিক হবে। প্রয়োজন হলে ঢাকার বাইরে অফিস হতে পারে।

রমজানের অফিসসূচি : পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন সূচি অনুযায়ী চলবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত দফতর। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দাফতরিক কর্মকাণ্ড চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গতকালের মন্ত্রিপরিষদ বৈঠকে এ সূচি অনুমোদন দেওয়া হয়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, রেলওয়ে, শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানা জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিসসূচি নির্ধারণ করবে।

 

সর্বশেষ খবর