রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নিউইয়র্ক সিটির ইতিহাসে এই প্রথম রমজানের স্বীকৃতি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্ক সিটিতে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের স্বীকৃতির পর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান পালনের জন্য বিশেষ স্বীকৃতি দিয়েছে সিটি কাউন্সিল। ১৬ মার্চ রেজুলেশনটি পাস হয়েছে। এ রেজুলেশনের উদ্যোক্তা ছিলেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম নারী মুসলমান কাউন্সিলওম্যান শাহানা হানিফ। বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফের এ উদ্যোগে সর্বাত্মকভাবে সহযোগিতা দেন সিটি কাউন্সিলম্যান নান্তাশা উইলিয়ামস, কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান, কাউন্সিলওম্যান ফারিয়াজ প্রমুখ। এ সিদ্ধান্ত পাস হওয়ার কারণে প্রতি বছর সিটি হলে স্বাধীনতা দিবসের পতাকা উড্ডীনের পাশাপাশি অনুষ্ঠান করা হবে। আর রমজানের পবিত্রতা অটুট রাখতে সিটি প্রশাসন মনোযোগী হবে। ইফতার মাহফিল এবং তারাবি নামাজের নিরাপত্তা বিধানেও সংশ্লিষ্ট সবাই সরব থাকবে। জানা গেছে, এ রেজুলেশন পাসে নেপথ্যে ভূমিকা রেখেছেন ‘সাউথ এশিয়ান আমেরিকান ফান্ড ফর স্কলারশিপ অ্যান্ড ট্রেনিং’ তথা স্যাফেস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মাজেদা এ উদ্দিন। রেজুলেশনটি পাসের সময় সিটি কাউন্সিলের ফ্লোরে আরও কজনের সঙ্গে মাজেদাও ছিলেন।

সর্বশেষ খবর