বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা
মার্কিন মানবাধিকার রিপোর্ট নিয়ে যত কথা

যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট তথ্য : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পক্ষপাতদুষ্ট তথ্য : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট। তিনি আরও বলেন, পক্ষপাতদুষ্ট সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে তৈরি করা এই প্রতিবেদনটি একপেশেও। গতকাল সকালে সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে উল্লিখিত বাংলাদেশ বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘একটি সূত্র থেকে নয়, সরকার বিরোধী এবং পক্ষপাতদুষ্ট বিভিন্ন সূত্র থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করেছে। সুতরাং সেই প্রতিবেদনটা একপেশে। অবশ্যই পুরো প্রতিবেদন প্রত্যাখ্যান করছি না, কারণ সেখানে অনেক ভালো কথাও বলা আছে। তবে সার্বিকভাবে আমাদের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র সংক্রান্ত যে সব বিষয়াদি আছে সেগুলো পক্ষপাতদুষ্ট।’

তথ্যমন্ত্রী বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও তো অনেক প্রশ্ন আছে। ডোনাল্ড ট্রাম্প তো এখনো নির্বাচনে পরাজয় মেনে নেননি। সেটির পরিপ্রেক্ষিতে যেভাবে ক্যাপিটল হিলে হামলা হয়েছে, সে ধরনের ন্যক্কারজনক ঘটনা তো আমাদের দেশে কখনো ঘটেনি। সুতরাং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের নিজেদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো আছে সেই বিষয়গুলোর দিকে তাদের তাকানো প্রয়োজন বলে আমি মনে করি।’

মার্কিন যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা নিয়ে কথা বলে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘যেই দেশে গড়ে প্রতি বছর প্রায় ১ হাজার মানুষ পুলিশের গুলিতে নিহত হয়, সেখানে অন্য দেশকে নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কতটুকু আছে, সেটিই হচ্ছে প্রশ্ন। আমাদের দেশে যে কখনো এমন হয় না, আমি সেটি বলছি না। কিন্তু সেগুলোর তদন্ত হয় এবং তদন্ত সাপেক্ষে শাস্তিও হয়।’ এর আগে সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মতিউর রহমান তালুকদার এবং ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান সংগঠন দুটির সদস্যদের কর্মক্ষেত্রের নানা বিষয় উত্থাপন করেন। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদ, সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সহসভাপতি মো. বজলুর রহমান মিলন, মহাসচিব মো. খায়রুল ইসলাম, সদস্য মো. তানভীর হোসাইন, মো. আমিনুল ইসলাম, মো. আবদুল গফুর, মো. রফিকুল ইসলাম, হাবিবুল্লাহ, মো. শাহাদাত হোসেন, আবদুল কাদির, মো. হামিদুর রশিদ খান, আবিদা সুলতানা এবং ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সহসভাপতি শামীম চৌধুরী, মহাসচিব মো. কামাল উদ্দিন, সদস্য মো. রাজ্জাক পাটোয়ারী, এ এইচ এম নাজমুল আহসান, মো. মোস্তাক আহমদ, তোজাম্মেল হক, মো. ইউসুফ আলী, মো. আবদুল মান্নান, মো. আতিউর রহমান, মো. লিয়াকত আলী ও সেলিনা আক্তার ইতি বৈঠকে অংশ নেন।

সর্বশেষ খবর