শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বিএনপিকে আলোচনার আমন্ত্রণ সিইসির

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ও সমমনা দলকে মতবিনিময়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ আমন্ত্রণ জানান। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডিওপত্রের মাধ্যমে এ আমন্ত্রণ জানানো হয়। এতে দলীয় নেতা প্রয়োজনে সমমনা দলগুলোর নেতাদেরও সঙ্গে আনার আমন্ত্রণ জানানো হয়েছে। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে দেওয়া চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল লিখেছেন, ‘আপনাদের দ্বারা প্রত্যাখ্যাত হলেও কমিশন মনে করে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক না হোক, অনানুষ্ঠানিকভাবে আলোচনা বা মতবিনিময় হতে পারে। আপনাদের নির্বাচন কমিশনে আমন্ত্রণ জানাচ্ছি। সদয় সম্মত হলে দিনক্ষণ আলোচনা করে নির্ধারণ করা যেতে পারে। প্রত্যুত্তর প্রত্যাশা করছি।’ চিঠিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান কমিশনের প্রতি অনাস্থা ব্যক্ত করে প্রত্যাখ্যান করে আসছে। আপনারা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আপনাদের এমন রাজনৈতিক সিদ্ধান্ত ও কৌশলের বিষয়ে কমিশনের কোনো মন্তব্য নেই।’ চিঠিতে সিইসি বলেন, ‘২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি আমরা দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিকভাবে স্থানীয় পর্যায়ের নির্বাচন করে আসছি। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ নির্বাচনের কথা অনুধাবন করে আসছে।’

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল। গতকাল বেলা ১১টার দিকে প্রতিনিধি দলটি বৈঠক করতে ডিএমপিতে যায়। প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

বৈঠকে বিএনপির পাঁচজনের প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগরী উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহানগরী উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু।

আবদুস সালাম বলেন, বৈঠকে নেতা-কর্মীদের বাসায় গিয়ে পুলিশি হয়রানি ও গ্রেফতারের বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না যে কোনো বাড়িতে, কোনো রেস্টুরেন্টে, কোনো সভা করতে পারবে না। তিনি উল্লেখ করেন, রমজানে আমরা নির্বিঘ্নে ইফতার মাহফিল করতে চাই। কোথাও যেন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার না করা হয়, সে ব্যাপারে ডিএমপি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা তার কাছ থেকে নিরপেক্ষ আচরণ আশা করেছি। আমানউল্লাহ আমান বলেন, ‘ডিএমপি কমিশনার খুব আন্তরিকতার সঙ্গে বলেছেন আপনারা অবহিত করবেন। কোনো সমস্যা হবে না। সেটা তিনি দেখবেন। গ্রেফতারের ব্যাপারেও বলেছেন- আমরা শুনেছি, জেনেছি। দেখব। ভবিষ্যতে যেন এমন না হয়। তিনি ব্যবস্থা নেবেন বলেছেন।’

সর্বশেষ খবর