সম্মেলনের চার মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। গত বছরের নভেম্বর-ডিসেম্বর এ সংগঠনগুলোর সম্মেলনের মাধ্যমে শীর্ষ পদে নতুন নেতৃত্ব আসে। দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় পদপ্রত্যাশীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা রয়েছে আওয়ামী লীগের হাইকমান্ডের।
জানা গেছে, গত বছরের ২৫ নভেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনটির নতুন সভাপতি করা হয় ডা. জামাল উদ্দীন চৌধুরীকে, আর মহাসচিব করা হয় ডা. কামরুল হাসানকে। ২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক করা হয় শবনম জাহান শিলাকে। গত ৬ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালিদ আসিফ ইনানকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ১৫ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় অধিবেশনে যুব মহিলা লীগের নতুন সভাপতি করা হয় আলেয়া সরোয়ার ডেইজী এবং সাধারণ সম্পাদক করা হয় শারমিন সুলতানা লিলিকে। এ চার সংগঠনের সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। প্রতিটি সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি সংগঠনের নতুন নেতৃত্ব আসার চার মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেনি কেউ। যুব মহিলা লীগের পদপ্রত্যাশী একাধিক সূত্র জানিয়েছে, এবার কমিটিতে ছাত্রলীগের সাবেক ক্লিন ইমেজধারী ও পরীক্ষিত নেত্রীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। পদ নিয়ে কেউ যেন নিষ্ক্রিয় না থাকে সে জন্য যাচাই-বাছাই করেই কমিটিতে রাখার চেষ্টা করছেন দায়িত্বপ্রাপ্ত দুই নেতা। এ ছাড়া বিগত দিনে যারা মাঠে সক্রিয় ছিলেন, ১/১১ তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এমন নেত্রীদেরও মূল্যায়ন করা হবে। এ প্রসঙ্গে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা (সভাপতি-সম্পাদক) একাধিকবার বৈঠক করেছি। রবিবার (আজ) আবারও বৈঠক করব। যাচাই-বাছাই করতে একটু দেরি হচ্ছে। তবে কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে। খুব শিগগিরই আওয়ামী লীগ সভানেত্রী এবং সাধারণ সম্পাদকের কাছে তা জমা দেব। আশা করি সুন্দর একটা কমিটি উপহার দিতে সক্ষম হব।’ কেন্দ্রীয় যুব মহিলা লীগের কমিটির সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিও ঘোষণা করা হয়। উত্তর ও দক্ষিণ কমিটি গুছিয়ে আনতে পারেনি বলে জানা গেছে। ফলে পদপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছেন। মহিলা আওয়ামী লীগের কমিটি নিয়ে এক ধরনের স্নায়ুযুদ্ধ চলছে সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে। বর্তমান নেতারা চাইছেন যাচাই-বাছাই করে পরীক্ষিতদের কমিটিতে রাখতে। সাবেকদের কেউ কেউ চান তাদের অনুসারীদের কমিটিতে রাখতে। যে কারণে কমিটি গঠনে এক ধরনের ধীরগতি বলে জানা গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কমিটি গঠনের কার্যক্রম প্রায় শেষ। খোঁজখবর নিয়ে যোগ্যদের কমিটিতে রাখতে আমরা চেষ্টা করেছি। এ কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে একটু সময় নিচ্ছি। তবে খুব শিগগিরই কমিটি দেওয়া হবে। দ্রুত কমিটি গঠন করতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে কয়েকটি জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। এ প্রসঙ্গে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে আমরা কাজ করছি। আমরা চাই, ছাত্রলীগ যেন সব ছাত্রসমাজের মাঝে প্রতিনিধিত্ব করে, সেভাবে কমিটি গঠনের চেষ্টা করছি। আমরা চাই দলের জন্য নিবেদিত প্রাণ, পরীক্ষিত, স্মার্ট নেতৃত্ব উপহার দিতে। সব সাংগঠনিক ধাপের প্রতিনিধিত্ব যেন থাকে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি দিয়ে দেব। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, দীর্ঘদিন ধরেই যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, যারা নিজেদের মেধা, শ্রম ও ঘামের সমন্বয় ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিকে সমৃদ্ধ করছে। যাদের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে ছাত্রলীগ এগিয়ে যাচ্ছে। তাদের মূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। তাদের মূল্যায়নের মাধ্যমেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সম্মেলন হলেও কমিটি হয়নি। স্বাচিপের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রায় ১ হাজার চিকিৎসকের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়। সেখান থেকে যাচাই-বাছাই শেষে কমিটি করা হচ্ছে। ১৫১ সদস্যের এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাচিপের মহাসচিব ডা. কামরুল হাসান। তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সম্মেলন হওয়ার পর অনেক কর্মসূচি ছিল। সেগুলো শেষ করাসহ পদপ্রত্যাশীদের তথ্য যাচাই-বাছাই করতে সময় লেগেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে সক্ষম হব।’